শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
Uncategorized

কানাডার সেরা রেস্তোরাঁর তালিকায় অন্টারিওর একাধিক রেস্তোরাঁ

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

দুই বছর বিরতির পর কানাডার সেরা ১০০ রেস্তোরাঁর তালিকা আবার ফিরে এসেছে। তালিকায় অন্টারিওর বেশ কিছু রেস্তোরাঁ স্থান পেয়েছে।

১০০ বিচারকের একটি দলের তৈরি দেশের সেরা রেস্তোরাঁর তালিকাটি সোমবার রাতে প্রকাশ করে। তালিকাটি প্রথম প্রকাশ করা হয়েছিল ২০০৫ সালে। কোভিড-১৯ মহামারির পর ২০২২ সালের তালিকাটি প্রকাশিত হলো। তালিকায় অন্টারিওর কোন কোন রেস্তোরাঁ স্থান পেয়েছে তা সংকলন করেছে সিটিভি নিউজ টরন্টো।

সে অনুযায়ী, অন্টারিওর রেস্তোরাঁগুলোর মধ্যে তালিকায় সবার উপরে আছে টরন্টোর আলো। সেরা ১০০ রেস্তোরাঁর তালিকায় আলোর স্থান দ্বিতীয়। এরপর চতুর্থ স্থানে রয়েছে জর্ডান স্টেশনের রেস্টুরেন্ট পার্ল মরিসেটে, পঞ্চম স্থানে ক্যামব্রিজের ল্যাঙ্গডন হল, সপ্তম স্থানে টরন্টোর এডুলিস, অষ্টম স্থানে টরন্টোর ক্যানো, ১১তম স্থানে টরন্টোর সুশি মাসাকি সাইতো, ১৪তম স্থানে টরন্টোর ওস্টেরিয়া জিউলিয়া, ১৫তম স্থানে টরন্টোর ড্রেইফাস, ১৯তম স্থানে টরন্টোর শোশিন, ২০তম স্থানে টরন্টোর জিউলিয়েতা, ২৭তম স্থানে টরন্টোর ট্যাবার্ন বার্নহার্ডট’স, ২৮ তম স্থানে টরন্টোর ডন আলফানসো, ৩০তম স্থানে টরন্টোর পম্পেটো, ৩৩তম স্থানে টরন্টোর মিমি চাইনিজ, ৩৫তম স্থানে টরন্টোর ইস্ট ও ৩৮তম স্থানে টরন্টোর বার ইসাবেল।
৪০তম স্থানে আছে অটোয়ার নর্থ অ্যান্ড নেভি, ৪২তম স্থানে ওকভিলের হেক্সাগন, ৪৩তম স্থানে অটোয়ার রিভিয়েরা, ৪৪তম স্থানে অটোয়ার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ৫০তম স্থানে অটোয়ার অ্যালিস, ৫১তম স্থানে কলিংউডের দ্য পাইন, ৫৬তম স্থানে অটোয়ার অ্যাটেলিয়ার, ৫৭তম স্থানে অটোয়ার বেকটা, ৬৪তম স্থানে টরন্টোর ২০ ভিক্টোরিয়া, ৭৬তম স্থানে টরন্টোর কুইটজাল ও ৮০তম স্থানে টরন্টোর এনিগমা।
টরন্টোর আরও চারটি রেস্তোরাঁও এই তালিকায় স্থান করে নিয়েছে। এগুলো হলো আলোবার, আলমা, আবুরি হানা ও জোসো’স।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com