বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

কানাডার মুসলিম জনগোষ্ঠী

  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কানাডার অধিবাসীদের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র নিয়ে ১৮৭১ সাল থেকে তথ্য সংগ্রহ করেছে দেশটি। সর্বশেষ ২০২১ সালে পরিচালিত জনশুমারিতে দেশটিতে শতাধিক ধর্মের অনুসারীর তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এই প্রতিবেদনের এক অংশে বিভিন্ন সূচকে কানাডায় বসবাসরত ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা তুলে ধরা হয়েছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক সংস্থা স্ট্যাটক্যানের ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০০১ সালে কানাডায় মুসলিম ছিলেন ৫ লাখ ৭৯ হাজার ৬৪০ জন, যা মোট জনগোষ্ঠীর ২ শতাংশ। ২০ বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ৭১৫ জনে, যা মোট জনগোষ্ঠীর ৪ দশমিক ৯ শতাংশ।

দেশটিতে বসবাসরত মুসলিমদের মধ্যে দক্ষিণ এশীয় আছেন ৩৭ দশমিক ৬ শতাংশ, আরব ৩২ দশমিক ২ শতাংশ, পশ্চিম এশীয় ১৩ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ১১ দশমিক ৬ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, মুসলিমরা দেশটির কোনও একটি অংশে পুঞ্জীভূত হয়ে নেই, তারা বরং পুরো কানাডাজুড়েই বাস করেন। ২০২১ সালে, অন্টারিওতে ৬ দশমিক ৭ শতাংশ, কিউবেকে ৫ দশমিক ১ শতাংশ এবং আলবেরটায় ৪ দশমিক ৮ শতাংশ অধিবাসী ছিলেন মুসলিম। শূন্য দশমিক ৪ শতাংশ নিয়ে সবচেয়ে কম মুসলিম ছিলেন নুনাভূত অঙ্গরাজ্যে।

গড় বয়স পর্যালোচনা করে দেখা গেছে, কানাডার অন্যান্য অধিবাসীর তুলনায় মুসলিম জনগোষ্ঠীতে তরুণের সংখ্যা বেশি। কানাডীয়দের গড় বয়স যেখানে ৪১ দশমিক ২ বছর সেখানে মুসলিমদের গড় বয়স ৩০ এর নিচে। ২০২১ সালে কানাডার মোট জনসংখ্যার মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী ছিল ২৬ দশমিক ৩ শতাংশ আর মোট জনসংখ্যার মধ্যে একই বয়সসীমায় ছিল ১৬ দশমিক ৫ শতাংশ মানুষ।

এছাড়া বয়স্কদের মধ্যেও সংখ্যায় কম মুসলিমরা। দেশটিতে ৬৫ বছরের উর্ধে আছেন মোট জনগোষ্ঠীর প্রায় ১৮ দশমিক ১ শতাংশ যেখানে মুসলিম আছেন ৬ দশমিক ৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com