৬ নভেম্বর থেকে IRCC (ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা) কানাডার ভিজিটর ভিসা (TRV) আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে ভিসা অফিসাররা আবেদনকারীর ভিসার মেয়াদকাল এবং ভিসার ধরণ (Single or Multiple Entry) বিবেচনা করবেন।
আবেদনকারীরা আর স্বয়ংক্রিয়ভাবে ১০ বছরের ভিসা পাবেন না। অফিসাররা তাদের বিচারবুদ্ধি অনুযায়ী Single বা Multiple Entry ভিসা ইস্যু করবেন এবং সেই ভিসার মেয়াদ নির্ধারণ করবেন। TRV আবেদন মূল্যায়নের সময় অফিসাররা কিছু বিষয় বিবেচনা করবেন, যেমন:
1. কানাডায় ভ্রমণের উদ্দেশ্য বা লক্ষ্য;
2. পূর্বের ভ্রমণ ইতিহাস;
3. আর্থিক সামর্থ্য;
4. নিজ দেশে বর্তমান চাকরি বা শিক্ষার অবস্থা; এবং
5. নিজ দেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা।
এসব বিষয় মাথায় রেখে ভিসা অফিররা ভিসার মেয়াদ নির্ধারণ করবেন,
এই পরিবর্তনের মাধ্যমে কানাডা ভ্রমণের নিয়মে নতুন দিকনির্দেশনা আসছে, যা আবেদনকারীদের জন্য আরও কঠিন হবে, আমার মনে হয় কানাডার ভিজিট ভিসায় উটার আগে ভালো করে প্রস্তুতি নেওয়ার দরকার, বিশেষ করে অভিজ্ঞ কনসাল্টেন্ট দ্বারা ফাইল রেডি করবেন, এবং যদি ইনভাইটেশন মেনেজ করতে পারেন ভালো, ২০২৫ সালে ভিজিট ভিসার রেশিও অনেক কমে যেতে পারে, কারন সারা বিশ্ব থেকে যে পরিমাণ লোক ডুকেছে কানাডাতে আমার মনে হয়না আর ২৫ সালে এতো ভিসা কানাডা সরকার দিবে, আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ যাদের মোটামুটি ফাইল রেডি আছে ডিসেম্বরের ভিতরেই সাবমিট করেন যদি কপালে থাকলে ভিসা হয়ে যাবে,
Like this:
Like Loading...