1. [email protected] : চলো যাই : cholojaai.net
কানাডার ভিজিট ভিসা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়
Uncategorized

কানাডার ভিজিট ভিসা

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১

বেড়ানোর জন্য কানাডার ভিজিট ভিসা পেতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ পাসপোর্ট নিজেকেই জমা দিতে হবে।

ভিএসএফ,
২৫ গুলশান এভিনিউ, ঢাকা।

১। পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।
২। পাসপোর্টের ফটোকপি -১ সেট।
৩। ভিসা আবেদন ফরম পূরণ এবং স্বাক্ষর করতে হবে।
৪। কালার ফটো ২ কপি ৩৫ এমএম  ৪৫ এম এম (সাদা ব্যাকগ্রাউন্ড)
৫। চাকরিজীবি / ছাত্রদের জন্য ছুটির ছাড়পত্র।
৬। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স (অরিজিনাল এবং ফটোকপি বাংলায় থাকলে ইংরেজীতে নোটারাইজড) সহ অন্যান্য ব্যবসায়িক কাগজপত্র।
৭। গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট নিজের এবং কোম্পানির (যদি থাকে) আন্তর্জাতিক ক্রেডিট কার্ড (অরজিনাল ও ফটোকপি)

৮। কনফার্ম রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল রিজার্ভেশন।
৯। অন্যান্য প্রয়োজনীয়হ কাগজপত্র
ক) ট্যুর প্রোগ্রাম
খ) ভিজিটিং কার্ড
গ) বিয়ের সার্টিফিকেট
ঘ) জন্ম সনদ পত্র
ঙ) সম্পদের প্রমান
চ) বøুবুক এর ফটোকপি
ছ) অন্যান্য আয়ের প্রমাণ পত্র।

জমা দেওয়া যাবেঃ

রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১টা এবং ২টা থেকে ৪ পর্যন্ত।
ডেলিভারি দেওয়া হয়ঃ সকাল ১টা থেকে ৪টা।
সাধারণত জমার ৭ দিনের মধ্যে ভিসা ডেলিভারি দেওয়া হয় তবে কোন কোন সময় একটু বেশি সময়ও লাগে।

এ্যাম্বাসির ঠিকানাঃ

কানাডিয়ান হাই কমিশন,
ইউএন রোড, ৪৮ বারিধারা, ঢাকা-১২১২।

ভিসার জন্য ব্যায় (অফেরত যোগ্য)

১। ভিসা ফি টাকা ৬১০৫ (মাল্টি ভিসা ১১০০৫ টাকা)
২। পে অর্ডার ফি টাকা ২৩০
৩। ভিএসএফ টাকা ৭৫০
৪। এজেন্সি ভিসা প্রোসেসিং ৭০০০ চার্জ
৫। অরিজনিাল হোটেল বুকিং ৫০০০ (যদি এজেন্টের মাধ্যমে করানো হয়)
সর্বমোট= জনপ্রতি ১৯০৮৫ টাকা
২জন একসাথে এপ্লাই করলে হোটেল বুকিং এর ক্ষেত্রে ১০০০ টাকা বেশি দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com