1. [email protected] : চলো যাই : cholojaai.net
কানাডার ক্যালগারিতে আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
Uncategorized

কানাডার ক্যালগারিতে আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

কানাডায় অনুষ্ঠেয় গ্লোবাল ফেস্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে কানাডাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ। কানাডার ক্যালগারিভিত্তিক সংগঠনটি গতকাল শনিবার (২৮ আগস্ট) সাংস্কৃতিক অনুষ্ঠান করে। গ্লোবাল ফেস্ট স্থানীয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন, যেটি প্রতিবছর ক্যালগারিতে ১০ দিনব্যাপী এই মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের আয়োজন করে।

নাসরিন আক্তার হৃদয়ে বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সংগঠক। তাঁকে সার্বিকভাবে সহায়তা করেন মাহবুব আলম, মিজান রহমান, আহমেদ আল-এমরান (নিক্কন), ইয়াহিয়া খাজাসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তি, যাঁরা বাংলাদেশের সংস্কৃতিকে কানাডার মাল্টিকালচারাল সমাজে প্রচারের মাধ্যমে বাংলাদেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকেন। বিজ্ঞপ্তি

এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ কৃষ্টি ও সাংস্কৃতি তুলে ধরেন। হৃদয়ে বাংলাদেশ অন্যান্য বছরেও এ উৎসবে পৃথিবীর প্রায় অর্ধশত দেশের সঙ্গে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এবারের উৎসবে হৃদয়ে বাংলাদেশের পক্ষে ক্যালগারির বাংলাদেশি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি’। এই অনুষ্ঠানে তাঁরা ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধের গানসহ ভাটিয়ালি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন। উৎসবের সমাপনী দিনে অসংখ্য দর্শক–শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com