1. [email protected] : চলো যাই : cholojaai.net
কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা

  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

কানাডিয়ান টিভি চ্যানেল CBC news কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইন্টাভিউ ছেপেছে।

আমি সেইসব ইন্টারভিউ রিভিউ করে আপনাদের তথ্যটা জানাচ্ছি। পাশাপাশি আমার ব্যক্তিগত মতামত ও জানি এমন তথ্যও বলব। এসব স্টুডেন্টরা কানাডায় পিআর পাওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেইটা আপনাদের জানাচ্ছি।

CBC প্রথমে যে স্টুডেন্টের কথা বলেছে তিনি একজন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। পড়েছেন অন্টারিও’র উইন্ডসর ইউনিভার্সিটি থেকে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

তিনি ষোল মাসের মাস্টার্স কোর্স করেছেন এই ইউনিভার্সিটি থেকে এবং তিন বছরের ওয়ার্ক পারমিটও পেয়েছেন। এ বছরের শেষে তিনি পিআর এর জন্য ফাইল ড্রপ করবেন। তবে পঁচিশ বছর বয়সি এই স্টুডেন্টের মনে সংশয় আর অনিশ্চিয়তার দানা বেঁধেছে শক্ত করে।

কারণ, ইমিগ্রেশন রুলস পরিবর্তন ও কড়াকড়ি করায় CRS পয়েন্ট মিট করতে গিয়ে ধাক্কা খাচ্ছেন স্টুডেন্টরা।

তিনি CBC কে বলেন, “government should reduce the cutoff points or have exceptions for master’s and PhD students and help applicants who “are already contributing to the economy of Canada.”

তার মানে হলো মাস্টার্স ও PhD স্টুডেন্টরাও CRS পয়েন্টের কাছে ধরা খাচ্ছেন। তাহলে উপায়?

এই স্টুডেন্ট জানিয়েছেন তিনি তাঁর ডিগ্রি নিতে টিউশন ফি বাবদ খরচ করেছেন $42,000 CAD. আর এত টাকা খরচ করেও যদি পিআর না নিয়ে দেশে ফিরতে হয় আশাহত মন ভেসে যাবে একবুক দুঃখের স্রোতে।

তাই সব ক্যাটাগরির স্টুডেন্টরা খাতা কলমে কষে দেখছেন কতটা পয়েন্ট বাড়ানো যায় কী কী উপায়ে। এসব হিসেবে তারা দেখেছেন যে একমাত্র ফ্রেঞ্চ ভাষা শেখাটাই এখন জরুরি। কারণ, এই ভাষার টেস্ট CRS পয়েন্টস বুস্ট করে।

তাই এই স্টুডেন্ট অনলাইনে ফ্রেঞ্চ ভাষা শেখার কাজে নেমে পড়েছেন। তাঁর প্রতিমাসে ফ্রেঞ্চ শিখতে অনলাইনে প্রাইভেট টিউটরকে গুণতে হচ্ছে পাক্কা $2, 000 CAD. এজন্যই তাঁর আরো আফসোস বেড়ে গেছে। তিনি বলেছেন, বিয়াল্লিশ হাজার কানাডিয়ান ডলার খরচ করে পড়ে এখন মাসে-মাসে দুই হাজার করে গুণতে হচ্ছে ফ্রেঞ্চ ভাষা শিখতে।

এই স্টুডেন্ট জানিয়েছেন, তাঁর জন্য কমপক্ষে ছয় মাস লাগবে এই ভাষায় একটু পক্ত হতে। তাছাড়া টেস্টে স্কোর বেশি পেলে CRS পয়েন্টসও বেশি হবে সোজা হিসেব।

ওদিকে কলেজ থেকে ডিপ্লোমা করেছেন একই দেশের আরেকজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনিও একই পথ ধরেছেন। অর্থাৎ ফরাসি ভাষা শিখতে লেগে গেছেন অনলাইনে।

কলেজের এই স্টুডেন্ট বলেছেন CBC কে “while the government has increased PR pathways under education and health-care streams, he would not qualify.

“But because we are IT professionals, we definitely need to consider French. We won’t be able to get into trades or health pathways. So, French is the only option that becomes feasible for us,”

অর্থাৎ তাঁর সোজাসাপ্টা স্টেটমেন্ট হলো, যেহেতু কানাডার সরকার এডুকেশন ও হেল্থকেয়ার স্ট্রিমের ওপর জোর দিয়েছেন সেখানে তিনি কোয়ালিফাই হবেন না।

কিন্তু আইটি প্রফেশনাল হিসেবে ফ্রেঞ্চ কাজে আসতে পারে।

এদিকে আমার একজন কলিগ মানে আমরা একসঙ্গে চাকরি করি সেও ফ্রেঞ্চ শিখতেছে অনলাইনে। সেও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তার আবার ওয়ার্ক পারমট শেষ হতে বেশি দেরি নেই। এদিকে ফ্রেঞ্চ শিখতে ও মিনিমাম যোগ্যতা অর্জন করতে তার সময় লাগবে বলল এ্যাটলিস্ট তিন মাস। সে অবশ্য অনলাইনে গ্রুপের সঙ্গে লেসন নিচ্ছে। যদিও সে একজন ECE. আমি আগেই বলেছি ECE দের এডুকেশন ক্যাটাগরির মধ্যে ফেলে In demand stream এর রেখেছে সরকার। যা ECE দের জন্য সুযোগ বেড়েছে। তবে আমার ঐ কলিগ ফ্রেঞ্চও শিখতেছে যেটা যেদিক দিয়ে কাজে লাগে এই চিন্তায়।

কানাডায় নাগরিকত্ব পাওয়ার জন্য ফ্রেঞ্চ ভাষার ওপর ঝুঁকে পড়েছেন অধিকাংশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা শেষ উপায় হিসেবে। দেখা যাক কী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com