বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

কানাডায় এসে ভালো থাকা যাবে যেভাবে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
সর্ব প্রথম বলে নিচ্ছি কানাডায় জীবনধারণ ইজ নট ইজি। আপনাকে কষ্ট করতে হবে অপরিসীম। দিন বা রাতের কথা ভাবলে চলবে না। তবে একটা কথা ঠিক, আপনি কষ্ট করলে একদিন আপনার সুদিন আসবে। অসংখ্য মানুষের রয়েছে তার রেকর্ড। আবার এটাও সত্যি অনেকেই এসব রেকর্ড ইচ্ছে করে করতে চান না। কারণ সরকারের অসংখ্য বেনিফিটস পাওয়ার জন্য নিজেদের লুকিয়ে রাখেন। সত্যটা প্রকাশ করেন না। এমন মানুষের সংখ্যাও কম নই।
আপনি যদি eligible হন সর্ব প্রথম যেটা করবেন সেটা হলো Get a social insurance number (SIN) । SIN এর জন্য আবেদন করবেন। সেইজন্য আপনাকে নিকটস্থ service Canada’তে যেতে হবে। ৯ ডিজিটের এই নাম্বারটা কিন্তু আপনি খুবই সাবধানে রাখবেন। কানাডার জীবনে যা কিছু করতে চাইবেন এই নম্বারটা বলতে হবে। যেমন; receive benefits and credits
work in Canada, open most types of bank accounts ইত্যাদি ।
তারপর আপনি যেসব করতে পারেন:
# 1 সবকিছুতেই ভুল ধরতে যাবেন না বা অভিযোগ করবেন না। যেমন, ধরেন অনেকেই খুব শখ করে আসেন। অনেক খড়-কুটু পুড়িয়ে কানাডায় এসে পৌঁছান। তারপরে কী হয়? কয়েক দিন যাওয়ার পর সমানে অভিযোগ করা শুরু করেন, কানাডা খারাপ, এটা ভালো না, ওটায় সমস্যা ইত্যাদি।
একটা কথা মনে রাখবেন আপনি যদি অতীতের চেয়ে কোনো কিছুতে স্বাচ্ছন্দ্য ফিল করেন একটু হলেও তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। বলবেন আল্লাহ ভালো রেখেছেন। শুধু যে আর্থিকভাবে ভালো থাকলেই তাকে সুখ বলে তা নয় কিন্তু । আপনি যদি মানসিকভাবে শান্তি পান সেটাও একটা বড়ো সুখ।
#২ আসার পর একটা ফোন নেবেন। ফোন নম্বরটা খুবই জরুরি। কানাডায় আপনি যেখানেই যান না কেন, যা কিছুই করেন না কেন তারা কিন্তু আপনার আব্বার নাম কী তা জানতে চাইবে না। কী জানতে চাইবে? আপনার ফোন নম্বর। ব্যাংকে একাউন্ট খুলতে যাবেন ফোন নম্বর কী? কোনো বেনিফিটের জন্য ফোন করবেন জানতে চাইবেন ফোন নম্বর কী?
ইভেন এই ফোন নম্বরটা দিয়েই আপনার সকল রেকর্ড চেক করা যাবে।
#3 আসার পরপরই আপনি একটা ব্যাংক একাউন্ট খুলে ফেলবেন। এটা খুবই দরকার। কারণ আপনার বেতন থেকে শুরু করে সরকারি যত বেনিফিটস সবই কিন্তু আপনার একাউন্টে দিয়ে দেবে।
#4 আসার পরপরই সরকারি যত বেনিফিট বা হেল্থ ইন্সুরেন্স আছে সব আবেদন করে ফেলবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চাইল্ড বেনিফিটস পেতে ১৮ মাস সময় লাগবে ট্যাক্স রিটার্ন পারপোজ। তবে আসার সঙ্গে সঙ্গে চাইল্ড কেয়ার সাবসিডির জন্য আবেদন করে রাখবেন তার সঙ্গে ডে কেয়ারের সিটের জন্যও আবেদন করে রাখবেন। এই দুইটোই কিন্তু আবেদনের সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সাবসিডি লম্বা লাইনে থাকতে হয়। তবে সিরিয়াল আসলেই তারা ফোন করে ইন্টারভিউ নিয়ে ইনকামের ওপর ভিত্তি বলে দেবে ফ্রি হবে না কতো পে করতে হবে। তখন আপনি বাচ্চাদের ডেকেয়ারে ভর্তি করাতে পারবেন যদি ডে কেয়ারের সিট পান। ডেকেয়ারেও ওয়েটিং লিস্টে থাকলে তারা সময় হলে কল করে জানাবে।
#5 আপনি যে স্ট্যাটাস নিয়েই আসেন আসার পরে কানাডিয়ান ড্রাইভিংটা শিখে নেবেন। প্রথমে একটু পড়াশোনা করে G1 এর জন্য লিখিত পরীক্ষা দেবেন। তারপর আপনাকে বছর খানিক অপেক্ষা করতে হবে।
In Ontario, you can take your G2 road test after 12 months of having your G1 license.
Visitors and asylum seekers can get a driver’s license in Canada, but the process depends on the province or territory and the applicant’s driving history.
ড্রাইভিং লাইসেন্সটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড ফটো আইডি। তাছাড়া ড্রাইভিং জানা থাকলে মনে করেন যে আপনার জীবন অর্ধেকটা সহজ হয়ে গেছে। আপনি বিভিন্ন কাজকর্মও পাবেন।
বিভিন্ন ডেলিভারির কাজ, অটোমোটিভ সেন্টারে কাজ ইত্যাদির জন্য দরকার।
#6 আপনি যদি এসেই পড়াশোনা করতে চান তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে শুরু করে দেবেন। অন্টারিতে আপনি লোন পাবেন। অটোমোটিভ, হেল্থ সেক্টর, pharmacist skilled trade এসব বিষয়ে পড়ার চেষ্টা করবেন।
#7 যদিও এই কাজটা আপনি আসা মাত্রই করার প্রস্তুত নিতে থাকবেন সেটা হলো কাজ খোঁজা। আসার পরপরই কাজ পাওয়া মনে করেন সেই কঠিন হবে। তবে না চেষ্টা করলে তো পাবেনই না। ব্যাকহোমের অভিজ্ঞতা দিয়ে হয়তো কোনো কোনো কাজ করতে পারবেন। অটোমোটিভ, চাইল্ড কেয়ারে এ্যাসিটেন্ট হিসেবে কাজ করতে পারবেন দেশের অভিজ্ঞতা থেকে।
#8 যে প্রভিন্সেই থাকুন, পাবলিক transportation এর monthly একটা কার্ড কিনে নেবেন। কারণ আসার পর আপনাকে অনেক ব্যস্ত থাকতে হবে চাকরি খোঁজাখুঁজিতে। বিভিন্ন জায়গায় যেতে হবে। কার্ড কিনলে হয় কি আপনি যতবার খুশি কার্ড ইউজ করে আপনার প্রার্থিত গন্তব্যে যেতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com