কানাডায় শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিভিন্ন সংস্কৃতির দেশ কানাডার ক্যালগেরির বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করবেন।
ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় আকরাম জুম্মা মসজিদ অথবা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামৌদ। সেখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রবাসী বাঙালিরাও নামাজ পড়বেন।
এছাড়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদের প্রথম নামাজ সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই নামাজ আদায় করে অফিস যাবেন।