বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

কানাডায় ইউনিভার্সিটিতে যেভাবে চান্স পাওয়া যায়

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

আমার বড়ো মেয়ে গ্রেড 10 এ পড়ে দ্বিতীয় সেমিস্টারে। সে গ্রেড 11 এর ম্যাথ ও ক্যামিস্ট্রি সাবজেক্ট দুটো সপ্তাহে একদিন করে Proton Learning Centre এ টিউটরের কাছে সাহায্য নিতে যায়। সে পড়ে গ্রেড 10 এ কিন্তু  Proton যায় গ্রেড 11 এর জন্য পড়তে। মানে G11 এর ভালো প্রিপারেশনের জন্য এই ব্যবস্থা নিয়েছে সে আরকি।

সে যে Proton যায় সেটার যিনি মালিক তিনি আমার মেয়ের সম্পর্কে সব সময়ই প্রশংসা করেন। শুধু তিনি না অন্যান্য সব টিচাররাই তাকে প্রশংসা করেন। কারণ ওনাদের কাছে সে খুব ভালো করতেছে। তাছাড়া সে G 10 এর প্রথম সেমিস্টারের রেজাল্ট Proton এর মালিক ও অন্যান্য স্যারদের দেখালে ওনারা খুবই খুশি হোন।

যাই হোক, কয়েক দিন আগে Proton এর মালিক আমার husband কে ফোন দেন। তিনি অন্য দেশের একজন মুসলিম কানাডিয়ান। ফোন দিয়ে বলেন,

“Assalamuslikum. I am contacting you to discuss about  Jemima. She is one of my top and favourite students. She consistently demonstrates excellence in every academic subject. I wanted to recommend that you consider supporting her in medical school. She will undoubtedly be capable.”

অর্থাৎ তিনি চান আমরা যেন আমাদের মেয়েকে মেডিকেলে বা ডাক্তারি পড়াই।

সেদিন আমার মেয়ে proton ক্লাস থেকে বাড়ি ফিরি আমার সঙ্গে তার স্যারেদের ফিলিংস শেয়ার করল। সে বলল, “মা, আজকে proton এ একজন স্যার আমাকে বললেন, “I want to thank your parent for raising you such a good way.”

তারপর সে বলল, ‘আরেকজন মুসলিম টিচার আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন সেন্টারের মধ্যে।”

আমরা শুনে অনেক খুশি হলাম যে টিচাররা তার ওপরে খুশি।

যাই হোক, সেও মনে মনে এখন মেডিকেলে পড়ার প্রস্তুতি নিচ্ছে। সে জন্য সে অনেক রিসার্চও শুরু করেছে। কোন ইউনিভার্সিটিতে এডমিশন নিলে মেডিকেলে পড়া ভালো হবে ইত্যাদি। আমার মেয়ের সঙ্গে এসব নিয়ে আমার অনেক কথা হয়। তার কাছ থেকেই মূলত এসব বিষয়ে আমার ধারণা পাওয়া।

তো সে রিসার্চ করে দেখেছে যে মেডিকেলে পড়তে গেলে আগে লাইফ সায়েন্স, হেল্থ সায়েন্স এসব চার বছর পড়তে হবে ইউনিভার্সিটিতে। তারপর যদি লাইফ সায়েন্স সে ভালো গ্রেড তুলতে পারে তাহলে যে কোনো ইউনিভার্সিটির মেডিকেলে সে নতুন করে আবার চার বছরের এডমিশন নিতে পারবে। মেডিকেল পাশ করলে residency program শেষ করতে হবে তাদের পছন্দের medical specialty হওয়ার জন্য। তারপর ট্রেনিং হবে হাসপাতালে এবং রিলেভেন্ট বোর্ড exam পাশ করতে হবে ফুললি ফিজিশিয়ান হওয়ার জন্য। মোটামুটি ইউনিভার্সিটিতে যাওয়ার পর ৮ বছর তো কমপক্ষে লাগবে এসব শেষ করে ডাক্তার হতে। পরে স্পেশালিস্টও হতে পারবে। তবে অনেকেই লাইফ সায়েন্স নিয়ে পড়লেও মেডিকেল স্কুলে যাওয়ার পয়েন্ট ও দক্ষতা তুলতে পারে না। ভীষণ কঠিন। তাই লাইফ সায়েন্স পর্যন্ত পড়ে অন্য কিছু করে অনেকেই।

আমার মেয়ে গবেষণা করে দেখেছে যে McMaster University লাইফ সায়েন্স বা হেল্থ সায়েন্স পড়ার জন্য বেস্ট। তাই সে সেখানে আবেদন করবে। যখন সে মনে করেছিল সে ইঞ্জিনিয়ারিং পড়বে তখন সে ওয়াটারলু ইউনিভার্সিটিতে যাওয়ার চিন্তা করেছিল।

এখন কথা হলো McMaster University তে health science এ চান্স পাওয়ার উপায়টা কী?

সে যখন এই ইউনিভার্সিটিতে আবেদন করবে তখন একটা একটা প্যারাগ্রাফ লিখে জমা দিতে হবে।

প্যারাগ্রাফে কশচেন থাকবে তাকে উত্তর দিতে হবে। ছোট পরিসরেই হবে প্যারাগ্রাফ।

এটাকে বলে  supplementary application . It’s an additional component of an application that helps an admissions team learn more about a candidate.

এটা দরকার হয় বিশেষ কোনো বিষয়ে পড়ার জন্য যেমন; health science in MacMaster University.

এটা কোনো টেস্ট না। বাসায় লিখতে হয়। তারপর application এর সময় দিতে জমা দিতে হয়।

কিন্তু  মূলত এই প্যারাগ্রাফই প্রাথমিকভাবে সিলেকশনের উপকরণ হবে। এটা এমনভাবে উপস্থাপন করতে হবে যেন অত্যন্ত সুন্দর, প্রফেশনালি নিজের সম্পর্কে তুলে ধরা হয়। যেসব উল্লেখ করতে হবে তা হলো পড়াশোনা বাদে Extracurricular activities, অন্যান্য আর কিসে দক্ষতা আছে বা লিডারশিপ আছে ইত্যাদি উল্লেখ করতে হবে অত্যন্ত টপ লেভেলের তথ্য উপাস্থাপন করে।

এই প্যারাগ্রাফে গ্রেডিং করা হবে ধরেন 1-7 এর মধ্যে। কেউ যদি 5-7 পায় তাহলে তাদের সিলেক্ট করা হবে। সঙ্গে দেখা হবে গ্রেড 11 ও 12 এর একাডেমিক রেজাল্ট।

যদি কেউ প্যারাগ্রাফে 6 পায় তাহলে তাদের একাডেমিক রেজাল্ট 90% হলেও হবে। আর যদি কেউ প্যারাগ্রাফে 5 পায় তাহলে একাডেমি রেজাল্ট 95%+ লাগতে পারে।

যখন তারা সিলেক্টেড হবে তখন তাদের ধার্য করে দেওয়া হবে গ্রেড12 এর লাস্ট সেমিস্টারের রেজাল্ট কত per cent হতে হবে।

অনেকেই বলেছেন extracurricular activities, কী হতে পারে। এখানে একটা বিষয় আছে স্টুডেন্টরা কী বিষয়ে পড়বে ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না অন্য কিছু extracurricular activities কিছুটা সেই রিলেটেড হলে ভালো।

যেমন আমার মেয়ের এখন ফোকাস ডাক্তারি তাই সে extracurricular activitiesও যেটা কাজে লাগবে সেটাই করতেছে। যেমন; সে student association এর মেম্বার। এটা সবাই হতে পারে। এর অভিজ্ঞতা যে কোনো বিষয়ের জন্য ইউনিভার্সিটিতে ভর্তির সময় কাজে লাগতে পারে। যে দুই বছর মেম্বার থাকবে সে গ্রেড 12 এ SA এর প্রেসিডেন্ট হতে পারবে। সেটা সিলেক্ট হবে স্টুডেন্টের পারফরমেন্স অনুযায়ী আর সিলেক্ট করবেন স্যারেরা ও সাবেক প্রেসিডেন্ট।

তারপর আমার মেয়ে নিজেই একটা ক্লাব গঠন করেছে স্কুলে। সে ফাউন্ডার। STEM ক্লাব। science technology engineering math গবেষণা ক্লাব। এই ক্লাবে দশ জনের মতো স্টুডেন্ট আসে গবেষণা করতে। আমার মেয়ে তাদের শেখায়। এটার অভিজ্ঞতা ইউনিভার্সিটিতে ভর্তির প্যারাগ্রাফে উল্লেখ করলে খুবই ভালো।

তবে ইউনিভার্সিটি ভেদে ভর্তির প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে।

তারপর সে HOSA এর সদস্য। এটাও extracurricular activities হিসেবে ধরা হবে। এটা হলো ‘HOSA (Health Occupations Students of America) is an international organization that helps students prepare for careers in health. ” এখানে সে সেমিনারে অংশ নেয়, ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেয় ও তাদের টিম হয়ে অনলাইনে সাহায্য করে।

তারপর সে math competitions অংশ নিচ্ছে। আরো অনেক কিছু সে করে।

তাছাড়া extracurricular activities যে কোনো কিছু হতে পারে। volunteering,  apprenticeship বা training program এমনকি যে কোনো খেলাধুলাতেও লিডারশিপ স্কিল দেখানো যেতে পারে।

আমার মেয়ে সম্ভবত গ্রেড 11 এ কোনো একটা হাসপাতালে Cooperative education (co-op) programs করবে। এটা যে কোনো প্রতিষ্ঠানে করা যায়।

এসব ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সহায়ক হবে। এভাবে কানাডিয়ান স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পড়তে পারে। তবে সব বিষয়ে ভর্তির একই রকম সিস্টেম হবে না সেটা আগেই বলেছি।

আমার husband তাকে বলেছেন, “তুমি যদি কানাডিয়ান একজন ডাক্তার হতে পার, তাহলে তুমি বাংলাদেশে গিয়ে ভলেন্টিয়ারিং করবা ।”

তবে এটা একটা উইশ । সম্ভব হলে হবে আল্লাহর রহমত হলে। মানুষের চাওয়া হলো যে কোনো ভালো কিছু করার ইচ্ছে থাকুক। পূরণ করার মালিক আল্লাহ । পূরণ না হলে সেটাও আল্লাহর ইচ্ছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com