কাতারের একটি এয়ারলাইন্স হলো কাতার এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই এয়ারওয়েজের বিমান কাতারের উদ্দেশ্য ছেড়ে যায়। ১৯৯২ সালে এই এয়ারওয়েজটি প্রতিষ্ঠা লাভ করে। কাতার এয়ারওয়েজ ১২৪ টি রুটে চলাচল করে।
প্রধান কার্যালয় ও যোগাযোগ
কাতার এয়ারওয়েজ টাওয়ার
দোহা, কাতার।
ওয়েব: www.qatarairways.com
বাংলাদেশ অফিস
ঢাকা কার্যালয়
তাজ ম্যারিয়ট, ১ম ও ৬ষ্ঠ তলা
প্লট এসডব্লিউ (১), ৪, ২৫, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।
ফোন: +৮৮০২-৮৯০১৫৯৩/ ৮৯০১১৪৬
ফ্যাক্স: +৮৮০২-৮৯০১৫৯৪
যে সব মহাদেশে ফ্লাইট পরিচালনা করে থাকে
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়
দেশ | বিমানবন্দর/স্থান |
বাংলাদেশ | ঢাকা |
পাকিস্তান | লাহোর |
মিশর | কায়রো |
পাকিস্তান | পেশোয়ার |
অস্ট্রেলিয়া | ক্যানবেরা |
কাতার | দোহা |
সৌদি আরব | জেদ্দা |
নেপাল | কাঠমন্ডু |
সংযুক্ত আরব আমিরাত | রাস আল খাইমা |
আমেরিকা | নিউইয়র্ক |
থাইল্যান্ড | ব্যাংকক |
মালয়েশিয়া | কুয়ালালামপুর |
ওমান | ওমান |
ফিলিপাইন | ফিরিপাইন এয়ারলাইন্স |
যুক্তরাষ্ট্র | লন্ডন |
জার্মানী | বার্লিন |
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ | মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমান বন্দর |
উপরের দেশগুলো ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন রুটে এই এয়ারওয়েজের বিমান চলাচল করে।
বুকিং পদ্ধতি
কাতার এয়ারওয়েজের টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।
অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি
অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।
সুবিধা সমূহ
যাত্রীর সঙ্গে বহনযোগ্য জিনিসপত্র
খোলা-বন্ধের সময়সূচী
বার | সময় সূচী |
শনিবার থেকে বৃহ:বার | সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা |