হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করে আগেই খবরে এসেছিল ভারতের মুম্বাইয়ের একটি কলেজ। এরপর সেখানকার শিক্ষার্থীরা আদালতের দ্বারস্থ হয়। এবার নতুন করে নোটিস টাঙিয়ে কলেজ ক্যাম্পাসে টর্ন (ছেঁড়া) জিন্স, টি-শার্ট পরাও নিষিদ্ধ করল কলেজ কর্তৃপক্ষ। এমন কাণ্ডে এবারও আদালতের দ্বারস্থ হন একদল শিক্ষার্থী।
বিতর্কের কেন্দ্রে এন জি আচার্য এবং ডি কে মারাঠি কলেজ। গত ২৭ জুন চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটির অধীনের এই কলেজ ক্যাম্পাসে বোরখা, হিজাব, নাকাব, স্টোল, টুপি, ব্যাজ নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেন ৯ জন ছাত্রী। ওই পিটিশনে তারা অভিযোগ করেন, স্বেচ্ছাচারী, অযৌক্তিক, বিকৃত মানসিকতার নিয়ম চালু করেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও বিচারপতি এ এস চন্দুরকর এবং রাজেশ পাটিলের ডিভিশন জানিয়ে দেয়, কলেজের সিদ্ধান্তে নাক গলাতে আগ্রহী নয় আদালত। মামলা খারিজ করেন দুই বিচারপতি।
এর পর বুধবার (৩ জুলাই) নতুন নোটিস টাঙিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এবারে বলা হয়েছে যে ক্যাম্পাসে টর্ন (ছেঁড়া) জিন্স, টি-শার্ট পরা যাবে না। এন জি আচার্য এবং ডি কে মারাঠি কলেজের তরফে বলা হয়, ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের ‘ফরমাল’ এবং শালীন পোশাক পরতে হবে। তারা হাফ শার্ট বা ফুল শার্ট এবং ট্রাউজার পরতে পারেন। মেয়েরা ভারতীয় ও ওয়েস্টার্ন পোশাক পরতে পারেন। আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এমন কোনো পোশাক পরবেন না যা ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈষম্যকে চিহ্নিত করে। জিন্স, টি-শার্ট, জার্সিও ক্যাম্পাসে অনুমোদিত নয়।