বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন আওয়ামী পলাতকদের পাচার করা শত কোটি টাকার খোঁজে ভারতে ইডির ১৭ স্থানে অভিযান দুবাইতে প্রথম আকাশযান ভের্টিপোর্ট শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৫ বছর পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের ৬ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ায় ১০ লাখ শ্রমিক প্রয়োজন লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ৩৫০টির বেশি প্রোগ্রামে পড়াশোনা, স্কলারশিপের সুবিধা ফিটস এয়ারে বড় ছাড়, ২৮ হাজারে শ্রীলঙ্কার রিটার্ন ফ্লাইট সাধ্যের মধ্যে আন্দামান : যে কথা বলে না কেউ ক্রোয়েশিয়ায় কাজ করার জন্য ভ্রমণ বা স্থায়ী বসবাসের সুযোগ অনেকের কাছে আকর্ষণীয় আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি চীনের বিশ্ববিদ্যালয়ে

কলকাতা থেকে সিকিম যাওয়া যাবে প্লেনে

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

চলতি মাসের ১৫ তারিখ থেকে ভারতের কলকাতা থেকে প্লেনযোগে যাওয়া যাবে সিকিমে। প্রতিদিন চলবে এ ফ্লাইট। এ পরিষেবাটি শুরু হতে চলেছে দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং পর্যন্ত। ফলে কলকাতা এবং সিকিমের মধ্যে আরও মজবুত হবে ব্যবসায়িক ও পর্যটন যোগাযোগ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর। এ প্রসঙ্গে পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানান, এ বিমানবন্দর থেকে গত ১৪ মার্চ প্লেন চলাচল শুরু হয়েছিল এবং জুন পর্যন্ত পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইটটি বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। ফলে বেশ কিছুদিন বন্ধ ছিল প্লেন চলাচল।

তিনি আরও জানান, আগামী শনিবার থেকেই দিল্লি-পাকিয়ং ফ্লাইট পরিষেবাগুলো চালু হচ্ছে। আমরা ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-পাকিয়ং ফ্লাইট পরিষেবাও পরিচালনা করব। দিল্লি-পাকিয়ং ফ্লাইটগুলো সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে পাঁচদিন চলবে। সপ্তাহের সাতদিনই চলাচল করবে কলকাতা-পাকিয়ং ফ্লাইটগুলো।

পাকিয়ং বিমানবন্দরে অপারেটিং একমাত্র এয়ারলাইন হলো পরিষেবা সংস্থা স্পাইসজেট। প্লেন পরিচালনাগত সমস্যার কারণে স্পাইসজেট গত ১৫ জুন থেকে এতদিন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

এ বিষয়ে বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাকিয়ং বিমানবন্দরে অপারেশনের প্রথমদিন দিল্লি থেকে ৫২ জন যাত্রী নামেন। অপরদিকে, এদিন পাকিয়ং বিমানবন্দর থেকে ছয়জন যাত্রী ফিরেও যান দিল্লির উদ্দেশে। তবে রোববার পাকিয়ং বিমানবন্দর থেকে ৩১ জন যাত্রী ফিরে যান দিল্লিতে। সব মিলিয়ে নতুন করে শুরু করে বেশ ভালোই পারফর্মেন্স দিচ্ছে সিকিমের এ ছোট্ট বিমানবন্দরটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com