থাই এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ২৭ অক্টোবর থেকে কলকাতা-ফুকেট ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যাবে। এর জন্য ১১ অগস্ট থেকেই বুকিং চালু হবে। এই রুটে ভাড়া শুরু হবে মাত্র ২৯৯০ থাই ভাট থেকে। ভারতীয় মুদ্রায় যা ৭০০০ টাকার মতো। ১১ অগস্ট থেকে চালু হওয়া বুকিংয়ে ২৭ অক্টোবর থেকে ২৯ মার্চের মধ্যকার ফ্লাইটের টিকিট কাটা যাবে।
এই বিষয়ে থাই এয়ার এশিয়ার সিইও সান্তিসুক ক্লংচাইয়া বলেন, ‘ভারতের বিভিন্ন শহরে আমাদের পরিষেবার পরিসর বৃদ্ধির জন্য বেশ কিছু দিন ধরেই পরিকল্পনা করে এসেছি আমরা। সম্প্রতি থাই সরকার এবং ভারতের মধ্যে এভিয়েশন চুক্তি হওয়ায় এয়ার এশিয়া এখন তাদের পরিকল্পনা কার্যকর করার জন্যে প্রস্তুত। এদিকে ফুকেট থেকে সরাসরি ফ্লাইট চালু করে থাইল্যান্ডের মধ্যেও ব্যাংককের বাইরে আমরা আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ছড়িয়ে দিচ্ছি।’
এদিকে রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকে ফুকেটের বিমানটি আকাশে উড়ে যাবে ভোররাত ৩টে ৪৫ মিনিটে। এর ফলে পর্যটকরা সেদিনই ফুকেটে পৌঁছে সারা দিন ঘোরার জন্যে পাবেন। এদিকে ফুকেট থেকে কলকাতায় ফিরতি উড়ানটি ফুকেটের সময় রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। পর্যটকরা সারা দিন ঘুরে তারপর ফুকেট থেকে কলকাতার বিমান ধরতে পারবেন রাতে। এতে দিনটা ‘নষ্ট’ হবে না।