1. [email protected] : চলো যাই : cholojaai.net
কলকাতা ইকো পার্ক
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
Uncategorized

কলকাতা ইকো পার্ক

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১

কলকাতায় রাজারহাটের নতুন একটি শহর নিউ টাউন। নিউ  টাউনে অবস্থিত ৪৮০ একর জায়গা জুড়ে অবস্থিত অসাধারণ একটি স্থান যার নাম কলকাতা ইকোপার্ক (New Town Eco Park)। সরকারি নাম প্রকৃতি তীর্থ।এত সুবিশাল জায়গার প্রতিটা কোণ সাজানো হয়েছে নানান রকম আকর্ষণ দিয়ে। এই পার্কটি ঘুরে দেখতে দেখতে আপনি টেরই পাবেন না যে কিভাবে আপনার সময় গড়িয়ে যাচ্ছে। আর  তাইতো  সারাদিন ঘুরে বেড়ানোর মত অসাধারণ এই জায়গাটি সম্পর্কে আজ আপনাদের জানাবো।

অবস্থান ও যাবার উপায়

কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১০ কিমি দূরে নিউ টাউনে মেজর আর্টারিয়াল রোডের পাশে অবস্থিত এটি। কোনও ক্যাব (ওলা বা উবার) অথবা ট্যাক্সি কিংবা সিএনজি করে সরাসরি ইকো পার্কে পৌঁছে যেতে পারেন। কলকাতায় ট্যাক্সি বা সিএনজি ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া পাবলিক বাসে করেও যাওয়া যেতে পারে।

এই পার্কে মোট ৬টি গেট আছে। এর মধ্যে ১-৪ নম্বর যে কোনও গেট দিয়ে ঢুকতে পারেন। ৪ নং গেটের কাছেই রয়েছে বিশ্বের সপ্তাশ্চর্যের প্রতিরূপ এবং ২ নং গেটের কাছে রয়েছে ব্যাটারি চালিত গাড়ি বা টয়ট্রেন। গাড়ি বা টয়ট্রেনে করে পুরো পার্কটি ঘুরে দেখতে পারেন। তবে পার্কে ঘোরার আসল মজা পাবেন পায়ে হেঁটে দেখলেই।

কলকাতা ইকোপার্ক : পরিদর্শনের সময়

গ্রীষ্মকালীন সময়: (১ মার্চ-৩১ অক্টোবর)

  • মঙ্গলবার থেকে শনিবার = দুপুর ২:৩০ টা – রাত ৮:৩০ টা
  • রবিবার এবং ছুটির দিন = দুপুর ১২ টা – রাত ৮:৩০ টা

শীতকালীন সময়: (১ নভেম্বর-২৮ ফেব্রুয়ারী)

  • মঙ্গলবার থেকে শনিবার = দুপুর ১২ টা – সন্ধ্যা ৭:৩০ টা
  • রবিবার এবং ছুটির দিন = দুপুর ১১ টা – সন্ধ্যা ৭:৩০ টা

প্রবেশ মূল্য ৩০/- টাকা। ৩ বছর এবং তার চেয়ে বেশি বয়সের শিশুদের টিকেট কাটতে হয়। পার্ক সোমবার বন্ধ থাকে। পার্কে প্রবেশদ্বার এবং টিকেট কাউন্টার সন্ধ্যা ০৭:৩০ টায় বন্ধ করা হয়।

কলকাতা ইকোপার্ক পর্ব ১: পার্কের ভেতরে ঘুরে দেখার মত জায়গা

পুরো ইকো পার্কটি একদিনে ঘুরে দেখা প্রায় অসম্ভব। তাই আকর্ষণীয় কিছু জায়গার নাম উল্লেখ করলাম। তবে এর বাইরেও শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য আরও অনেক কিছু আছে ইকো পার্কে। সবকিছুর বাইরেতো রয়েছেই চোখ জুড়ানো সবুজ আর নয়নাভিরাম দৃশ্য। এখানে বলতেই হয় আমি আমার জীবনের প্রথম রংধনু দেখেছিলাম এই ইকো পার্কেই।

১. অসাধারণ একটি লেক ও দ্বীপ

কলকাতা ইকোপার্ক এর একটি লেক ও দ্বীপ - shajgoj.com

পার্কে রয়েছে ১০৪ বর্গ একরের লেক। লেকের মাঝখানে রয়েছে একটি দ্বীপ যেটির নাম- সবুজ সাথী।  এখানে খাবার রেস্টুরেন্ট ও ৩ তারকা মানের থাকার হোটেল আছে। চাইলে এই অসাধারণ পরিবেশে আপনি পরিবার, আপনার প্রিয়জনকে বা বন্ধু-বান্ধব নিয়ে কিছুদিন অবসর সময়ও কাটিয়ে আসতে পারেন।

২. বিশ্বের সপ্তাশ্চর্যের প্রতিরূপ (Replica)

বিশ্বের সপ্তাশ্চর্যের প্রতিরূপ কলকাতায় - shajgoj.com

২০০৭ সালে ঘোষিত বিশ্বের বর্তমান সপ্তাশ্চর্যের প্রতিরূপ তৈরি করা আছে এই পার্কে। বর্তমানের এই সপ্তাশ্চর্য হলো-

  • চীনের মহাপ্রাচীর
  • জর্ডানের পেত্রা নগরী
  • রোমের কোলোসিয়াম
  • মেক্সিকোর চিচেন ইৎজা
  • পেরুর মাচুপিচু
  • ভারতের তাজমহল
  • ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার।

তবে প্রাচীন আশ্চর্য হিসেবে মিসরের পিরামিডকে রাখা হয়েছে বিশেষ সম্মান দিয়ে।

৩. চিলড্রেনস পার্ক

কলকাতায় চিলড্রেনস পার্ক - shajgoj.com

১০ বা ১২ বছর পর্যন্ত বাচ্চারা চড়তে পারে এমন বিভিন্ন ধরনের রাইড বা অ্যাক্টিভিটি দিয়ে সাজানো হয়েছে এই পার্ক।

৪. সবুজ সাথী কাঁচ ঘর

সবুজ সাথী দ্বীপে পুরো কাঁচ দিয়ে তৈরি ঘর যেখান থেকে ৩৬০° অ্যাঙ্গেল-এ ইকো পার্কের পুরো ভিউ পাওয়া যায়।

৫. অ্যাম্ফিথিয়েটার (Amphitheatre)

কলকাতায় অ্যাম্ফিথিয়েটার - shajgoj.com

খুব সুন্দর একটি পানিতে ভাসমান অর্ধ বৃত্তাকার খোলা গ্যালারী যেটা ২০০০ লোক ধারণ করতে পারে। এটি বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনারের জন্য ভাড়া দেওয়া হয়।

এছাড়াও আছে-

১) হ্রদের তীরবর্তী বিহার

২) রবি অরণ্য

৩) ট্রপিক্যাল ট্রি গার্ডেন

৪) বাটারফ্লাই গার্ডেন

৫) আর্টিস্টস কটেজ

৬) রোজ গার্ডেন

৭) স্কাল্পচার গার্ডেন

কলকাতায় স্কাল্পচার গার্ডেন - shajgoj.com

৮) মাস্ক গার্ডেন

৯) রেইন ফরেস্ট

১০) বাঁশ বাগান

১১) চা বাগান

১২) ফলের  বাগান

১৩) হেলিকোনিয়া গার্ডেন

১৪) বাংলার হাট

১৫) ডিয়ার পার্ক

১৬) জোড় বাংলো মন্দির

১৭) পাখিবিতান

১৮) গ্রাফিটি দেয়াল

১৯) ফ্লোটিং মিউজিক ফাউনটেন

২০) আড্ডা জোন

২১) ফোয়ারা

২২) গলফ কোর্স

২৩) মিষ্টি হাব

২৪) আইফেল টাওয়ার

২৫) জাপানীজ ফরেস্ট

ইকো পার্কের গাইড মানচিত্র

কলকাতায় ইকো পার্কের গাইড মানচিত্র - shajgoj.com

আমি আজকে খুব সংক্ষেপে ইকো পার্কের প্রধান আকর্ষণগুলোর নাম জানিয়ে দিলাম। সুবিশাল এই পার্কে রয়েছে পর্যটকদের আকর্ষণ করতে এবং বিনোদন দিতে নানান ধরনের অ্যাক্টিভিটিজ। তাইতো সারাটা দিন যেখানে অনায়াসে কাটিয়ে দিতে পারেন সেই জায়গাটির সম্পর্কে একদিনে সবকিছু জানানো সম্ভব না। আমার পরবর্তী লিখায় আপনাদেরকে ইকো পার্কের বিভিন্ন অ্যাক্টিভিটিজ ও অন্যান্য বিষয় নিয়ে জানাবো।

ইকো পার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই ওয়েবসাইটটি দেখতে পারেন- ইকোপার্কনিউটাউন.কম অথবা ফোন করতে পারেন এই নম্বরে- (০৩৩) ২৭০৬৪০১০

বিঃদ্রঃ আপনার ভ্রমণ হোক আনন্দময় এবং পরিবেশবান্ধব। ঘুরতে যেয়ে আমাদের মাধ্যমে যাতে পরিবেশের কোন ক্ষতি না হয় এই খেয়ালটুকু আমাদের সকলেরই রাখা উচিত। বিশেষ করে দেশের বাইরে গেলে এমন কোন কাজ যাতে না করি যে আমার দেশকে কিংবা দেশের মানুষকে কেউ খারাপ কথা বলার সুযোগ পায়।

কলকাতায় রাজারহাটের নিউ টাউন-এ ৪৮০ একর জায়গা জুড়ে অবস্থিত অসাধারণ সুন্দর কলকাতা  ইকো পার্ক-এর সৌন্দর্য সম্পর্কে আপনারা ইতোমধ্যেই পরিচিত হয়ে গেছেন আমার আগের আর্টিকেলটি পড়ে। সুবিশাল এই পার্কটিতে বিভিন্ন রকমের এত এত আকর্ষণ রয়েছে যে একটি আর্টিকেলে পুরোটা লেখা সম্ভব না। আর তাইতো এই পার্ক-এর নানান আকর্ষণগুলোর ব্যাপারে আরও অনেক কিছু জানাতে কলকাতা ইকোপার্ক পর্ব ২ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। তাহলে চলুন শুরু করি কলকাতা ইকোপার্ক পর্ব ২ নিয়ে কথা।

কলকাতা ইকোপার্ক : ভেতরের আকর্ষণ

কলকাতা ইকোপার্ক এর ভেতরে ঘর - shajgoj.com

এক কথায় পার্কের ভেতরের সমস্ত কিছুই দেখার মত। সবুজ ঘাসে ঢাকা পায়ে হাঁটা রাস্তা থেকে শুরু করে টয় ট্রেন, বিভিন্ন ধরনের থিম ফরেস্ট, আঁকাবাঁকা লেক সব কিছুই আপনাকে আকৃষ্ট করবে। ইকো পার্কের গাইড ম্যাপে ৩৭টি পয়েন্টের কথা উল্লেখ আছে। কিন্তু এই ৩৭ টি পয়েন্ট ছাড়াও অনেক ধরনের খেলার ব্যবস্থা ও বিনোদনমূলক কাজের ব্যবস্থা আছে পার্কে।

পার্কের ভেতরের খুঁটিনাটি

১) মজাদার ও সাশ্রয়ী ফুডকোর্ট

পার্কের ভেতরে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এটা শুনে মন খারাপ করার কিচ্ছু নেই। অনেক ধরনের মজাদার খাবারের রেস্টুরেন্ট আছে ৪ নং গেটের কাছেই। আর এখানে খাবারের দামও বেশ সাশ্রয়ী। তাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে পেট জুড়িয়ে নিতে পারেন নিশ্চিন্তে। এসব খাবারের দোকানে বিভিন্ন রকম স্ন্যাকস, বিরিয়ানি, কোল্ড ড্রিংকস, খাওয়ার পানি, কফি সব কিছুই পাওয়া যায়। ২ নং গেটের কাছে ওয়াটার ATM আছে যেখানে আপনি ২ টাকায় ১ লিটার খাওয়ার পানি পাবেন। ২ টাকার কয়েন মেশিনের ভেতরে দিয়ে নিজেই বোতলে পানি ভরে নিতে পারবেন।

২) বিভিন্ন ধরনের বিনোদনমূলক অ্যাক্টিভিটিজ

১. সাইক্লিং

কলকাতা ইকোপার্ক এর ভেতরে সাইক্লিং এর জন্য সাইকেল - shajgoj.com

এই পার্কে ছোট থেকে বুড়ো সবার জন্য রয়েছে নানান ধরনের আনন্দদায়ক কর্মকাণ্ড। ঘণ্টা হিসেবে সাইকেল ভাড়া নিতে পারেন। আধা ঘণ্টার জন্য ভাড়া ১৫০ টাকা। এখানে ২ সিটের সাইকেলও আছে। বাটারফ্লাই গার্ডেন-এর সামনে সাইকেলের টিকেট পাওয়া যায়। ছোট বাচ্চাদের সাইকেলও পাওয়া যায় আধা ঘণ্টার জন্য, ভাড়া ৫০ টাকা।

২. তীর ধনুক ছোঁড়া

৫ টি তীর ছুঁড়তে আপনাকে দিতে হবে ৫০ টাকা।

৩. প্যাডেল বোট (Paddle Boat)

আধা ঘণ্টার জন্য ভাড়া ১৫০ টাকা।

৪. শিকারা

আপনি চাইলে পরিবার নিয়ে শিকারায় করে লেকে ঘুরে আসতে পারেন বিকেলে। ৪ জনের জন্য একটি শিকারায় আধা ঘণ্টার জন্য ঘুরতে খরচ হয় ১৫০ টাকা।

৫. ওয়াটার জরবিং (Water Zorbing)

কলকাতা ইকোপার্ক এর ভেতরে ওয়াটার জরবিং - shajgoj.com

আপনি যদি একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে ওয়াটার জরবিং অসাধারণ একটা অভিজ্ঞতা দিতে পারে আপনাকে। ইকো পার্কের লেকে ওয়াটার জরবিং করতে খরচ হবে ১০ মিনিটের জন্য ১৫০ টাকা।

৬. গেমিং জোন (Gaming Zone)

পার্কের গেমিং জোন-এ যেয়ে ভিডিও গেমস খেলতে চাইলে আপনাকে ৩০ মিনিটের জন্য দিতে হবে ৫০ টাকা।

৭. কায়াকিং (Kayaking)

কলকাতা ইকোপার্ক এর ভেতরে কায়াকিং - shajgoj.com

আপনি চাইলে কায়াকিং-এর অভিজ্ঞতাও নিতে পারেন। ৩০ মিনিট কায়াকিং করতে পারেন ১৫০ টাকা খরচ করে।

৮. অন্যান্য

এছাড়াও আরও অনেক রকমের অ্যাক্টিভিটিজ আছে সুবিশাল এই পার্কে। আমি সব কিছু দেখতে পারি নি সময়ের অভাবে। আপনি যদি সারাদিনের জন্য যান এবং ইকো পার্কের গাইড ম্যাপ দেখে সঠিক একটা প্ল্যান করে যান তাহলে নতুন ও আকর্ষণীয় আরও অনেক রকমের অ্যাক্টিভিটিজ-এর সন্ধান পাবেন।

৩) রবি অরণ্য

ইকো পার্কের ১নং গেটের কাছে তৈরি করা হয়েছে রবি অরণ্য। রবীন্দ্রনাথের গল্প, কবিতায় যে সব গাছের উল্লেখ পাওয়া যায় সেই সব গাছ যেমন ছাতিম, বেল, শিমূল ইত্যাদি গাছ এখানে লাগানো হয়েছে।

৪) ফ্লোটিং মিউজিক ফাউনটেইন

কলকাতা ইকোপার্ক এর ভেতরে ফ্লোটিং মিউজিক ফাউনটেইন - shajgoj.com

লেকের মধ্যে সন্ধ্যা ৬টার পর শুরু হয় এটি।

৫) রেইন ফরেস্ট

পার্কের ভেতরে এই অংশে বিশাল বড় বড় ফোয়ারা মত করা আছে যা দিয়ে ঝিরিঝিরি পানি ছিটানো হয়। এখানে আসলে এই ঝিরিঝিরি পানি আপনাকে বৃষ্টির একটা অনুভূতি দিবে।

৬। স্কাল্পচার গার্ডেন

অসাধারণ একটি জায়গা যেটির বর্ণনা দেয়া অসম্ভব। শিক্ষণীয় একটা জায়গাও যে ছোট বড় সবার জন্য এতোটা আকর্ষণীয় হতে পারে তা আমি এখানে না গেলে বুঝতাম না। বিখ্যাত সব ব্যক্তিদের জীবনী, উল্লেখযোগ্য কাজ স্কাল্পচার-এর মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এদের মধ্যে আছেন- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়ের মতন ব্যক্তিদের স্কাল্পচার।

কলকাতা ইকোপার্ক এর ভেতরে কাজী নজরুল ইসলাম এর ছবি - shajgoj.com

আছে নীল চাষ বিদ্রোহের মত গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণও। শিল্পের ছোঁয়া, জ্ঞানের বিচ্ছুরণ, রুচিশীল পরিবেশনা সব কিছু মিলিয়ে মন ছুঁয়ে যায়। আর সন্ধ্যার পরে লাইট শোর মাধ্যমে খুব সুন্দরভাবে ঘটনাগুলো বর্ণনা করা হয়। আপনার সাথে যদি কোন বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই যাবেন এখানে। আর আপনি গেলেও নিরাশ হবেন না। বরং অদ্ভুত এক ভালো লাগা নিয়ে বের হবেন ইকো পার্কের এই স্কাল্পচার গার্ডেন থেকে এটা আমি নিশ্চিত করেই বলতে পারি।

ঈদের ছুটিতে আমাদের দেশ থেকে প্রচুর লোক ইন্ডিয়া বেড়াতে যায়। আপনারও যদি সেরকম কোন প্ল্যান থাকে তাহলে অবশ্যই একটা দিন হাতে রাখবেন এই ইকো পার্কটি ঘুরে দেখার জন্য। খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে ফিরবেন আশা করি।

ইকো পার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই ওয়েবসাইটটি দেখতে পারেন-

http://ecoparknewtown.com/index.php

অথবা ফোন করতে পারেন এই নম্বরে- (০৩৩) ২৭০৬ ৪০১০

বিঃদ্রঃ আপনার ভ্রমণ হোক আনন্দময় এবং পরিবেশবান্ধব। ঘুরতে যেয়ে আমার দ্বারা যাতে পরিবেশের কোন ক্ষতি না হয় এই খেয়ালটুকু আমাদের সকলেরই রাখা উচিত। বিশেষ করে দেশের বাইরে গেলে এমন কোন কাজ যাতে না করি যে আমার দেশকে কিংবা দেশের মানুষকে কেউ খারাপ কথা বলার সুযোগ পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com