শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

কলকাতার কাছেই ঘুরে আসুন ‘মিনি‌‌ দ্বীপ’ থেকে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

শীতকাল মানে মন চায় কোথাও একটা বেড়াতে যেতে। কেউ পছন্দ করেন পাহাড়, কেউ সমুদ্র, কেউবা জঙ্গল। তবে যেখানেই যাওয়ার জন্য চিন্তাভাবনা করা হোক না কেন তার জন্য প্রয়োজন হয় বেশ কিছুদিনের ছুটি। না হলে যাতায়াতেই এত সময় চলে যায় যে গিয়ে আর বেশিক্ষণ বেড়ানো হয় না। যারা সমুদ্র প্রেমী, তারা সময় পেলেই চলে যান দীঘা, মন্দারমনি। তবে সব সময় যেখানে অনেক বেশি লোক থাকে, সেখানে যেতে মন চায় না। ইচ্ছে করে সমুদ্রের ধারে বসে কান পেতে শুধু সমুদ্রের গর্জন শুনতে আর নিজের সঙ্গে নিজের এক সুন্দর মুহূর্ত কাটাতে। তেমন কোন ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন বাগদা সি বিচ থেকে।

অবস্থান

Bagda Sea Beach

উড়িষ্যার বালাসোরের কাছে এই সি বিচটি অবস্থিত। গোটা শিবির ছুটি রয়েছে লাল কাঁকড়া। শান্ত নিরিবিলি অথচ সমুদ্রের কিনারায় ঘুরতে যেতে চাইলে বেড়াতে যেতে পারেন এই বিচে।

কী কী দেখা যাবে?

Bagda Sea Beach

  • বাগদা সিবিচে গেলেই দেখতে পাবেন বড় বড় ঝাউ গাছ। সেই গাছের ছায়ায় রয়েছে টেন্টের সুব্যবস্থা। বোটে করে বেড়াতে চলে যান সমুদ্রে।

 

কীভাবে যাবেন?

Bagda Sea Beach

  • প্রথমে হাওড়া থেকে একটি ট্রেন ধরে চলে যেতে হবে উড়িষ্যার বালাসোর। হাওড়া ছাড়াও শালিমার অথবা সাঁতরাগাছি থেকেও ট্রেন ছাড়ে।
ট্রেনের নাম ট্রেন ছাড়ার স্টেশনের নাম ট্রেন ছাড়ার সময়, দিন গন্তব্য স্টেশন সাধারণ ভাড়া
ফালাকনামা এসএফ এক্সপ্রেস হাওড়া প্রতিদিন, 

সকাল ৮:৩৫

বালাসোর ১০৫ টাকা
এসএমভিটি বেঙ্গালুরু উইকলি এসি এসএফ এক্সপ্রেস হাওড়া সোমবার সকাল ১০:১৫ বালাসোর ১০৫ টাকা
এসএমভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস হাওড়া মঙ্গলবার দুপুর ১২:৪০ বালাসোর ১০৫ টাকা
ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস হাওড়া প্রতিদিন, দুপুর ১:২৫ বালাসোর ১১৫ টাকা
আর্নাকুলাম অন্তদ্যয় এক্সপ্রেস হাওড়া শনিবার, দুপুর ২:৫৫ বালাসোর ৯০ টাকা
বাঘা যতীন এক্সপ্রেস হাওড়া প্রতিদিন, 

দুপুর ৩:৪০

বালাসোর ৯০ টাকা
মাইসোর এসএফ উইকলি এক্সপ্রেস হাওড়া শুক্রবার, বিকেল ৪:১৫ বালাসোর ১০৫ টাকা
কন্যাকুমারী এসএফ এক্সপ্রেস হাওড়া সোমবার,  বিকেল ৪:১৫ বালাসোর ১০৫ টাকা
তিরুচিরাপল্লী এসএফ এক্সপ্রেস হাওড়া সোমবার এবং বৃহস্পতিবার বাদে প্রতিদিন, বিকেল ৫:৪০ বালাসোর ১০৫ টাকা
পুরি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া প্রতিদিন রাত্রি ১০:৫৫ বালাসোর ১০৫ টাকা
এসএমভিটি বেঙ্গালুরু এসএফ এক্সপ্রেস হাওড়া প্রতিদিন, রাত্রি ১০:৫৫ বালাসোর ১০৫ টাকা
পন্ডিচেরি এসএফ এক্সপ্রেস হাওড়া রবিবার, রাত্রি 

১১:২৫

বালাসোর ১০৫ টাকা
এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেইল হাওড়া প্রতিদিন, রাত্রি 

১১:৫৫

বালাসোর ১০৫ টাকা
পুলিশ স্পেশাল ফেয়ার এসি স্পেশাল শিয়ালদা শনিবার, রাত্রি ১১:৫০ বালাসোর ৯৫ টাকা
  • এবার ট্রেন থেকে নেমে অটো কিংবা ট্রেকারে করে চলে যেতে হবে এই সিবিচে দূরত্ব ৩০ কিলোমিটার।
  • ট্রেনের বদলে রোড দিয়ে গেলে কলকাতা থেকে যেতে সময় লাগবে ৫ ঘণ্টা।

থাকা খাওয়ার ব্যবস্থা

Bagda Sea Beach

  • ঝাউবনের টেন্ট ছাড়াও রয়েছে ক্যাম্পের সুব্যবস্থা।
  • ক্যাম্পের মধ্যে কুলার লাগানো আছে। সেখানে আগে থেকে বলে রাখলে রাতে বনফায়ার এবং বারবিকিউ এর ব্যবস্থা করা থাকে।

থাকা খাওয়ার খরচ

Bagda Sea Beach

  • থাকা খাওয়া নিয়ে মাথাপিছু কম বেশি ১৪০০ টাকা খরচ হবে।
  • তবে বনফায়ার, বারবিকিউ অথবা বোটিং করতে হলে তার খরচ আলাদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com