কলকাতার (kolkata) বুকে তৈরি হচ্ছে আরও একটি স্কাইওয়াক (skywalk)। এই স্কাইওয়াক গড়ে তোলা হচ্ছে কিছুটা বিশ্ববঙ্গ গেটের ধাঁচে। তবে এটি উচ্চতায় বেশ কিছুটা কম থাকবে বিশ্ববঙ্গ গেটের থেকে। শুধু তাই নয়, এখানে থাকবে না কোন রেস্তোরাঁও। শুধুমাত্র পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য গড়ে তোলা হবে এই ফুট ওভারব্রিজ।
জানা গিয়েছে, EM বাইপাসে রুবি ক্রসিংয়ে প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তা তৈরি করতে খরচ পড়তে পারে প্রায় ৫০ কোটি টাকা। KMDA কর্তৃপক্ষের তদারকিতে মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট বিশিষ্ট এই স্কাইওয়াক তৈরি করা হবে মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের ঠিক নিচে।
এই স্কাইওয়াকের তিনটি লিফট, আটটি এসকেলেটর এবং একটি সিঁড়ি থাকবে। প্রতিটি কোণে দুটি করে এসকেলেটর থাকবে, যা একটি নামার জন্য এবং একটু উপরে ওঠার জন্য ব্যবহার করা হবে। এখানেই শেষ নয়, ক্রসিংয়ের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে এই স্কাইওয়াককে যুক্ত করার কথাও ভাবা হচ্ছে।
এবিষয়ে KMDA আধিকারিক জানিয়েছেন, ‘এই স্কাইওয়াকে তৈরি হয়ে গেলে নিত্যযাত্রীদের আর যানজট এবং দুর্ঘটনার মুখোমুখি হতে হবে না। পথচারীদের সুবিধার কথা মাথায় রেখেই, এখানে একাধিক গেট রাখা হয়েছে’। তবে এসবের মধ্যে আবার অনেকেই মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই স্কাইওয়াক তৈরি করা নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্যও করেছেন।