বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

কম খরচে ঘুরে বেড়ান এই দেশগুলোতে

  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

পুরাকাল থেকেই কথিত আছে ভারতবর্ষ ভ্রমণ করলেই বিশ্ব দর্শন হয়ে যায়। যদিও অনেকেই বিদেশ যাওযার পরিপন্থী। তো আপনিও যদি বিদেশ ভ্রমণ করার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য এক দারুণ খবর নিয়ে এসেছি আমরা।

বিদেশ ভ্রমণ (World Travel) করার জন্য সবচেয়ে আগে প্রয়োজন পড়ে ভিসার। কিন্তু ভিসা (Visa) পাওয়া অতোটাও সহজ নয়। আবার ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও রয়েছে লম্বা লাইন। কিন্তু আজ আমরা এমন কয়েকটি দেশের ব্যাপারে জানাবো যেখানে যাওয়ার জন্য দরকার হয়না কোনো ভিসার। ব্যাগ নিয়ে সেদেশে পৌঁছে গেলেই আপনি ভ্রমণের করতে পারবেন।

ত্রিনিদাদ ও টোবাগো : ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত এই দেশটি অনেকটা ছবির মতো সাজানো। এটি একটি দ্বীপ। যেখানে চারপাশ সমুদ্র দিয়ে ঘেরা, আর মাঝখানে রয়েছে সবুজ ল্যান্ডস্কেপ। ভারতীয়রা ভিসা ছাড়াই সেদেশ ভ্রমন করতে পারেন ৯০ দিনের জন্য।বিদেশ ভ্রমণ,ভিসা মুক্ত বিদেশ ভ্রমণ,ভিসা,ভ্রমণ,পর্যটন,Travel Abroad,Visa free foreign travel,Visa,Travel,Tourism

মরিশাস : মরিশাস এমন এক জায়গা যেখানে আপনি সব পাবেন। অ্যাডভেঞ্চার থেকে শুরু করে প্রকৃতির রূপ বৈচিত্র্য অথবা নানান প্রাণী, বিশেষ করে পাখি। ৯০ দিনের জন্য ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন মরিশাসে।

বিদেশ ভ্রমণ,ভিসা মুক্ত বিদেশ ভ্রমণ,ভিসা,ভ্রমণ,পর্যটন,Travel Abroad,Visa free foreign travel,Visa,Travel,Tourism

সেশেলস : নীল অন্তহীন সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে সেশেলস দ্বীপ। সেখানের বিলাসবহুল রিসর্টগুলো আপনার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলতে পারে। এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। ৯০ দিনের ফ্রি ট্রাভেল ভিসাকে কাজে লাগিয়ে আজই ঘুরে আসুন সেদেশ।বিদেশ ভ্রমণ,ভিসা মুক্ত বিদেশ ভ্রমণ,ভিসা,ভ্রমণ,পর্যটন,Travel Abroad,Visa free foreign travel,Visa,Travel,Tourism

কম্বোডিয়া : আজ কম্বোডিয়া অন্য দেশ হলেও এককালে সেটি ভারত নামেই পরিচিত ছিল। কম্বোডিয়াতে গেলে আজও মনে হতে পারে যে, এযেন এক টুকরো ভারতই বটে। সেখানের মনোমুগ্ধকর শহরে রয়েছে অনেক প্রাচীন সাইট। ৩০ দিনের জন্য ফ্রি ভিসা মুক্ত ভ্রমনের সুবিধা নিন।

বিদেশ ভ্রমণ,ভিসা মুক্ত বিদেশ ভ্রমণ,ভিসা,ভ্রমণ,পর্যটন,Travel Abroad,Visa free foreign travel,Visa,Travel,Tourism

ডমিনিকা : এই দ্বীপও ক্যারিবিয়ান দ্বীপ পুঞ্জের অন্তর্গত। সেখানে রয়েছে নীল ঝকঝকে সমুদ্র সৈকত। ছবির মতো সুন্দর এই দেশ। বিচের ধারেই রয়েছে প্রচুর ক্যাফে। সেগুলোরও মজা নিতে পারেন আপনি। ভিসা ছাড়া এখানে ৬ মাস পর্যন্ত থাকতে পারেন ভারতীয়রা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com