রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শীতের এই সময়টা যেন ঘোরাঘুরির জন্য আদর্শ সময়। আর যারা নতুন বিয়ে করছেন, তারা অনেকে ভাবেন কক্সবাজার, সাজেক বা শ্রীমঙ্গল ঘোরার কথা। কিন্তু এই খরচেই দু’জন মিলে ঘুরে আসতে পারেন বিদেশ। এক লাখ টাকায় ঘুরে আসতে পারেন এমন তিন দেশ নিয়ে রইল এবারের আয়োজন। এবার ঠিক করে নিন, কোথায় যাবেন?

সাদা হাতির দেশ থাইল্যান্ড
কম টাকায় ঘোরাঘুরির কথা বললেই, সবার আগে মাথায় আসে ভারতে কথা। তারপর রয়েছে সাদা হাতির দেশ থাইল্যান্ড। প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণপূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। তাই ভ্রমণের এই স্বর্গের রাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম রয়েছে। চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডেও ঘুরে আসতে পারেন। জানুয়ারি থেকে ই-ভিসা চালু হওয়ায়, এখান আর ভিসা পেতেও বেগ পেতে  হবে না। তবে কম দামে টিকিট পেতে হলে আগেভাগে চেষ্টা করতে হবে। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো বেছে নিন, তাহলে কম দামে পেতে পারেন টিকিট। এখানে বিলাসবহুল হোটেল যেমন পাবেন, তেমনি আবার কম দামের মধ্যে থাকার ব্যবস্থাও আছে।

হিমালয় কন্যা নেপাল
ভ্রমণ পিয়াসুদের জন্য আর একটি জনপ্রিয় দেশ হতে পারে নেপাল। স্বচক্ষে হিমালয় দেখতে খুব বেশি কষ্ট বা খরচ করতে হবে না। শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কেনে নিলেই হবে। বাংলাদেশিরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন, তাই বাড়তি ঝামেলা পোহাতে হয় না। শুধু আগেভাগে একটা ফরম পূরণ করে রাখলেই হয়। এখানে এসে পেয়ে যাবেন অনারাইভাল ভিসা। আগে ভাগে কাটলে ৫০-৬০ হাজার টাকায় যাওয়া আসার টিকিট পেয়ে যাবেন। আপনি চাইলে কম খরচে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে ঘুরে আসতে পারেন পোখোরা বা নাগরকোট। রাফটিং বাঞ্জিংজাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ, সবই পেয়ে যাবেন নেপালে। এসব অ্যাডভেঞ্চার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যে দুজন মিলে করা সম্ভব।

সুন্দর দেশ মালয়েশিয়া
কম খরচে বিদেশ ভ্রমণের পরের স্থানে রয়েছে মালয়েশিয়া। পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া। রঙিন শহরে জীবন, নীল সমুদ্র সৈকত, কী নেই সেখানে। একটু হিসেব করে খরচ করলে লাখ টাকার মধ্যে খুব সহজে দেশটিতে ঘুরে আসতে পারেন দুজন। রাজধানী কুয়ালালামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় খাবারের খরচও খুব বেশি না। তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজনে মিলে মালয়েশিয়াও ঘুরে আসতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com