বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

কম খরচে ঘুরে আসুন অচেনা জায়গায়

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

এবার কিছুদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন দার্জিলিংয়ের একেবারে পাশের একটি ছোট্ট গ্রাম ঋষিহাট থেকে। ইতিমধ্যেই বেশিরভাগ মানুষের বহুবার দার্জিলিং থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে। তবে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী গ্রামগুলিও অসাধারণ সুন্দর। এখানে গেলেও মন চাইবে না বাড়ি ফিরে আসতে। প্রকৃতির মাঝে নিজের সমস্ত ক্লান্তি দুঃখ সবকিছু যেন হারিয়ে যাবে। খুঁজে পাবেন এমন এক শান্তি, যার তুলনা কোন কিছুর সাথে হতে পারে না। নবকুমারের ভাষায় তখন আপনারও বলতে ইচ্ছে করবে ‘আহা কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিবানে নয়’। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব অথবা একা যে কোনভাবেই এই জায়গায় ভ্রমন করতে খুবই ভালো লাগবে। এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পরবর্তী ছুটিতে অবশ্যই ঘুরে আসুন ঋষিহাট থেকে-

কী কী দেখতে পাবেন?

  • কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা শৃঙ্গ।নিজেদের হোটেলের ঘরে বসেই এই মনোরম দৃশ্য দেখতে পাবেন।
  • সূর্যোদয় এবং সূর্যাস্ত
  • বাহারি ফুল। বিভিন্ন নাম না জানা ফুল এখানে দেখতে পাওয়া যায়।
  • বিশাল চা-বাগান (মোক্তান টি গার্ডেন)।
  • বিরল প্রজাতির অর্কিড।

Risheehat

  • রাতের বেলা ফার্মস্টে থেকে গোটা দার্জিলিং ঝলমল করতে দেখতে পাওয়া যাবে।
  • হাতে বেশি সময় থাকলে পাশাপাশি গ্রামগুলিও ঘুরে দেখতে পারেন।

কীভাবে যাবেন?

  • প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। কোন কোন ট্রেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যায়, তার বিস্তারিত বর্ণনা দিয়ে দেওয়া হল-
ট্রেনের নাম স্টেশন থেকে ছাড়া হবে ট্রেন ছাড়ার দিন, সময় গন্তব্য স্টেশন সাধারণ ভাড়া
নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া বুধবার বাদে প্রতিদিন, ভোর ৫:৫৫ নিউ জলপাইগুড়ি পরিবর্তনশীল
পুরি-কামাক্ষা এক্সপ্রেস হাওড়া রবিবার সকাল ৭:৩০ নিউ জলপাইগুড়ি ১৮০ টাকা
নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া রবিবার বাদে প্রতিদিন, দুপুর ২:২৫ নিউ জলপাইগুড়ি পরিবর্তনশীল
সরাইঘাট এক্সপ্রেস হাওড়া প্রতিদিন, দুপুর ৩:৫৫ নিউ জলপাইগুড়ি ১৯৫ টাকা
কামরূপ এক্সপ্রেস হাওড়া সোমবার এবং শুক্রবার, বিকেল ৬:৩০ নিউ জলপাইগুড়ি ১৮০ টাকা
কামরূপ এক্সপ্রেস হাওড়া মঙ্গলবার এবং শুক্রবার বাদে, বিকেল ৬:৩০ নিউ জলপাইগুড়ি ১৮০ টাকা
পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া শনিবার বাদে প্রতিদিন, রাত ১০:০০ নিউ জলপাইগুড়ি ১৮৫ টাকা
শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা সোম বুধ এবং শনিবার, ভোর ৬:৩৫ নিউ জলপাইগুড়ি ১৮৫ টাকা
আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার, ভোর ৬:৩৫ নিউ জলপাইগুড়ি ১৮৫ টাকা
তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদা প্রতিদিন, দুপুর ২:৪৫ নিউ জলপাইগুড়ি ১৮৫ টাকা
উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা প্রতিদিন, সন্ধ্যে ৭:৪০ নিউ জলপাইগুড়ি ১৮৫ টাকা
দার্জিলিং মেল শিয়ালদা প্রতিদিন, রাত ১০:০৫ নিউ জলপাইগুড়ি ২০০ টাকা
পদাতিক এক্সপ্রেস শিয়ালদা প্রতিদিন, রাত ১১:২০ নিউ জলপাইগুড়ি ২০০ টাকা
  • নিউ জলপাইগুড়ি থেকে যে কোন গাড়ি ধরে পৌঁছে যান দার্জিলিং-এর ঘুম স্টেশনে। দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি অবস্থিত। সেখান থেকে শেয়ার গাড়ি ধরে পৌঁছে যেতে পারবে ঋষিহাট। এছাড়া সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হরিশ্রি হাট গাড়ি নিয়ে চলে যেতে পারেন। গাড়ি করে যেতে খরচ হয় ৩৫০০-৪০০০ টাকা নিউ জলপাইগুড়ি থেকে ঋষিহাটের দূরত্ব ৭৬ কিলোমিটার। ফার্মস্টে থেকেও গাড়ির সু-বন্দোবস্ত আছে সেখানে ফোন করলেও গাড়ি পেয়ে যেতে পারেন।

Risheehat

কোথায় থাকবেন?

  • এখানকার ঋষিহাট ফার্মস্টে অত্যন্ত বিখ্যাত। রাত্রে থাকার চিন্তাভাবনা থাকলে এখানে থাকতে পারেন।

কী খাবেন?

  • এখানকার সব রকম খাবারই খেতে পারেন বাঙালি খাবার অতি সহজেই পাওয়া যায়। পাশাপাশি এখানকার স্পেশাল খাবার খেতে একদম ভুলবেন না। এখানকার চা বাগানের অর্গানিক চায়ের অবশ্যই স্বাদ গ্রহণ করে দেখবেন। সকাল বেলার মর্নিং পেয়ে হিসেবে হোমস্টে থেকে অর্গানিক চা খেতে দেওয়া হবে। হোমস্টে থেকে এই অর্গানিক চা বিক্রিও করা হয়। আসার সময় কিনে আনতেও পারেন। বিভিন্ন সাইজের প্যাকেট পাওয়া যায়।

Risheehat

আনুমানিক খরচ

  • মাথাপিছু আনুমানিক খরচ ৭০০০-৮০০০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com