পৃথিবীতে মানুষের বিচিত্র রকমের মানুষ এবং তাদের কর্মকান্ডও বিচিত্র রকমের। যেসব বিষয় থেকে স্বাভাবিক ভাবে মানুষ দূরে থাকেন সেইসব নিয়েই হয়তো কারো একজনের নিত্য উঠাবসা। এই যেমন ঘরের মধ্যে সাপ, গিরগিটি দেখলে আপনি দু হাত লাফ দিয়ে সরে যান, অথচ কম্বোডিয়ায় গেলে আপনি লোকদের এদের পাশে নিয়ে বসে চা খেতে দেখবেন। বিষয়টি যতোটা রোমহর্ষক ততোটাই আবার বুদ্ধিদীপ্ত এবং অদ্ভুত। কম্বোডিয়ায় এর পূর্বে ক্যাটস ক্যাফের ধারণা পুরাতন হলেও সরিসৃপ প্রাণীদের নিয়ে এই প্রথম গড়ে ওঠে একটি ক্যাফে যা রেপটাইল রেস্টুরেন্ট নামে পরিচিত।
ভাবুন তো একবার, রেস্তোরায় বসে যখন কফির জন্য অপেক্ষা করছেন, তখন ওয়েটার এসে কফির পেয়ালার সাথে বয়াম থেকে বের করে একটি সাপ টেবিলে রাখলো! ব্যাপারটা নিঃসন্দেহে রোমাঞ্চকর। চারপাশে সাপ, গিরগিটি, কচ্ছপ, ইগুয়ান, বিছা এমন প্রায় ২০ প্রজাতির সরিসৃপ প্রাণী বিভিন্ন টেবিলে দেখতে পাবেন। কেউবা গলায় সাপ পেছিয়ে বসে বসে কফি খাচ্ছে কিংবা একটা কাকড়াবিছা বা গিরগিটির সাথে সেল্ফি তুলছে! কেউবা দেখবেন ইগুয়ানাদের কোলে নিয়ে সময় কাটিয়ে দিচ্ছে দারুণ ফূর্তিতে। ব্যতিক্রমি এবং অভিনব এই ক্যাফে চালু করেন কম্বোডিয়ার অধিবাসি ‘চি রেতি’। সরিসৃপ প্রাণীর প্রতি তার ভালোবাসাই এই ক্যাফে খুলতে তাকে উদ্ভুদ্ধ করে।
ক্যাফের দেয়ালে বিভিন্ন বয়ামে বয়ামে সাজানো আছে ভিন্ন ভিন্ন প্রজাতির সাপ সহ এইসব প্রাণী। এখানে এছাড়াও আছে একটি আমেরিকান কাকাতুয়া। এখানে প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয় না। অল্প খরচের বিনিময়ে কফি অর্ডার করে এইসব সরিসৃপ প্রাণীদের সাথে কাটিয়ে দিতে পারেন রোমাঞ্চকর সময়।