মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কনটেন্ট তৈরি করে সাবেক ইউপি চেয়ারম্যানের মাসে আয় লাখ টাকা

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩ নম্বর ধোবাউড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম। তিনি কাজের ফাঁকে ছোট ছোট কনটেন্ট তৈরি করে ফেসবুক পেজে আপলোড করেন। দর্শকরাও পছন্দ করেন তার কনটেন্ট। ভিউ হয় লাখ লাখ। এতে মাসে লাখ টাকা আয় করছেন নুরে আলম।

নুরে আলম বলেন, ‘আমি যখন ভিডিও করা শুরু করি তখন কল্পনাও করিনি এসব ভিডিও ভাইরাল হবে। ভিডিও থেকে এত টাকা আসবে এটাও জানা ছিল না। আমার ছেলেমেয়েরাও আমাকে এসব কাজে সহযোগিতা করেছে। আমার দুই সন্তান। এক ছেলে এক মেয়ে। আমার সন্তানরা আমাকে এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে।’

তবে শুরুতেই সফলতার দেখা পাননি নুরে আলম। অনেকে মশকরা করতেন। নুরে আলম বলেন, ‘আমি যখন প্রথম শুরু করি তখন আমার এ কাজে অনেকে হাসাহাসি করতো। এখন আমার সাফল্য দেখে সবাই উৎসাহ-অনুপ্রেরণা দেয়। মূলত বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে ভিডিওর মাধ্যমে মানুষকে বিভিন্ন বিষয়ে সামাজিক বার্তা পৌঁছে দিতেই আমার এমন উদ্যোগ।’

কনটেন্ট তৈরি করে সাবেক ইউপি চেয়ারম্যানের মাসে আয় লাখ টাকা

তিনি আরও বলেন, ‘আমার বানানো ভিডিও থেকে মাসে এখন লাখ লাখ টাকা আয় হয়। ভিডিও থেকে আয় করা এসব অর্থ আমি বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করি। মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট করাসহ মানুষকে বিভিন্নভাবে সহায়তা করি। মাঝে মাঝে তিন ভাতিজিকে নিয়ে ধর্মীয় শিক্ষামূলক ভিডিও তৈরি করেছি, যা দ্রুত ভাইরাল হয়েছে।’

ধোবাউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল বলেন, ‘নুরে আলম আমার খুবই কাছের বন্ধু। আমি প্রথম যখন শুনলাম সে ভিডিও তৈরি করে লাখ টাকা আয় করছে, আমার বিশ্বাস হয়নি। পরে ওর সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম। তার এমন কাজে আমি অনেক খুশি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com