রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

কনকনে ঠান্ডায় হানিমুন পাহাড়ের কোলে জমে উঠুক রোম্যান্স

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

শিলিগুড়ি এনজেপি বা জংশন থেকে দার্জিলিং আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। সেই শেয়ার করি চেপেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে রোহিনি কার্শিয়াং হয়ে সোজা এসে নামতে হবে দার্জিলিংয়ের চক বাজারে। দার্জিলিং এর মূল ট্যাক্সি স্ট্যান্ড অর্থাৎ জংশন পয়েন্ট হল এই চকবাজার।

এখানে নেমেই দেখতে পাবেন হাতের দু'পাশ জুড়ে রয়েছে সারি সারি ট্যাক্সি। এখানে শুধু দার্জিলিং নয়, পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পং সমস্ত জায়গার শেয়ার গাড়ি। দার্জিলিংয়ের জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন গুলির মধ্যে বিশেষ করে তাকদা, তিনচুলে, মানেভঞ্জন, সুখিয়াপোখরী , রিম্বিক, ডালি-সহ আরও বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি মিলে যাবে এই চকবাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে।

এখানে নেমেই দেখতে পাবেন হাতের দু’পাশ জুড়ে রয়েছে সারি সারি ট্যাক্সি। এখানে শুধু দার্জিলিং নয়, পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পং সমস্ত জায়গার শেয়ার গাড়ি। দার্জিলিংয়ের জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন গুলির মধ্যে বিশেষ করে তাকদা, তিনচুলে, মানেভঞ্জন, সুখিয়াপোখরী , রিম্বিক, ডালি-সহ আরও বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি মিলে যাবে এই চকবাজারের ট্যাক্সি স্ট্যান্ড দার্জিলিং থেকে শিলিগুড়ির ভাড়া আড়াইশো টাকা এবং বাকি বিভিন্ন জায়গায় গন্তব্য অনুযায়ী সরকারি নির্ধারিত ভাড়া বরাদ্দ রয়েছে। শুধু শেয়ার ট্যাক্সই নয় আপনি চাইলে এখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে রিজার্ভ গাড়ি ও পেয়ে যাবেন। সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি ট্যুর চাইলেl ভ্রমণের সব থেকে বড় একটি অংশ গন্তব্যে পৌঁছানো হতে পারে অনেকটাই সহজ। এই প্রসঙ্গে দার্জিলিং চকবাজারের এক ট্যাক্সি চালক সুনীল গুরুং বলেন দার্জিলিং এর প্রধান জংশন হল এই চকবাজার এখান থেকে শুধু দার্জিলিং নয় পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পংয়ের গাড়িও।

দার্জিলিং থেকে শিলিগুড়ির ভাড়া আড়াইশো টাকা এবং বাকি বিভিন্ন জায়গায় গন্তব্য অনুযায়ী সরকারি নির্ধারিত ভাড়া বরাদ্দ রয়েছে। শুধু শেয়ার ট্যাক্সই নয় আপনি চাইলে এখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে রিজার্ভ গাড়ি ও পেয়ে যাবেন। সব মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি ট্যুর চাইলেl ভ্রমণের সব থেকে বড় একটি অংশ গন্তব্যে পৌঁছানো হতে পারে অনেকটাই সহজ। এই প্রসঙ্গে দার্জিলিং চকবাজারের এক ট্যাক্সি চালক সুনীল গুরুং বলেন দার্জিলিং এর প্রধান জংশন হল এই চকবাজার এখান থেকে শুধু দার্জিলিং নয় পেয়ে যাবেন গ্যাংটক কালিম্পংয়ের গাড়িও।

বর্তমানে দার্জিলিংয়ের বিভিন্ন অজানা গ্রামে যেতে হলেও শেয়ার গাড়ি মিলে যাবে এই ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে প্রত্যেক জায়গার ভিন্ন ভিন্ন কাউন্টার রয়েছে নিজের পছন্দমত সুলভ মূল্যে টিকিট কাটুন এবং নিজের গন্তব্যে বেরিয়ে পড়ুন।

বর্তমানে দার্জিলিংয়ের বিভিন্ন অজানা গ্রামে যেতে হলেও শেয়ার গাড়ি মিলে যাবে এই ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে প্রত্যেক জায়গার ভিন্ন ভিন্ন কাউন্টার রয়েছে নিজের পছন্দমত সুলভ মূল্যে টিকিট কাটুন এবং নিজের গন্তব্যে বেরিয়ে পড়ুন।

আপনিও যদি শীতের ছুটিতে বাজেট কম খরচে দার্জিলিং বেড়াতে চান, তা হলে অবশ্যই এই শেয়ার গাড়ি হতে পারে আপনার বেস্ট অপশন। ঘুরতে যাওয়ার কথা আসলে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এই ট্রান্সপোর্টেশন সেই অর্থে আর চিন্তা নেই দার্জিলিং এর এই চকবাজারে আসলেই মিলে যাবে সমস্ত জায়গার শেয়ার গাড়ি তাও আবার একদম সুলভ মূল্যে।

আপনিও যদি শীতের ছুটিতে বাজেট কম খরচে দার্জিলিং বেড়াতে চান, তা হলে অবশ্যই এই শেয়ার গাড়ি হতে পারে আপনার বেস্ট অপশন। ঘুরতে যাওয়ার কথা আসলে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এই ট্রান্সপোর্টেশন সেই অর্থে আর চিন্তা নেই দার্জিলিং এর এই চকবাজারে আসলেই মিলে যাবে সমস্ত জায়গার শেয়ার গাড়ি তাও আবার একদম সুলভ মূল্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com