1. [email protected] : চলো যাই : cholojaai.net
‘কঠোরতম অভিবাসন নীতি’ আনতে যাচ্ছে বেলজিয়ামে নতুন সরকার
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা সৌদি আরবে ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম বিমান ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ ২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকরা ৮০ হাজার আপত্তিকর ছবি, ১০২ কোটি টাকা ব্ল্যাকমেইল: থাই নারীর কেলেঙ্কারি অনিয়মিত ৫০ হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

‘কঠোরতম অভিবাসন নীতি’ আনতে যাচ্ছে বেলজিয়ামে নতুন সরকার

  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

পারিবারিক পুনর্মিলন ভিসাসহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার৷

মঙ্গলবার নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্ত ডে ভেফা তার সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে৷ জানিয়েছেন অভিবাসন নিয়ন্ত্রণে, বিশেষ করে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে৷ তিনি বলেন, ‘‘আরো সুশৃঙ্খল এবং আরো মানবিক অভিবাসন নীতির জন্য আমাদের আরো কঠোর হতে হবে৷’’

২০২৪ সালে বেলজিয়ামে ৩৯ হাজার ৬১৫টি আশ্রয় আবেদন জমা পড়েছিল, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক ছয় শতাংশ বেশি৷ অন্যদিকে সারা বছরে ৩৬ হাজার ২০০ জনকে রাখার মতো ব্যবস্থা আছে দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে৷

গত বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, বেলজিয়ামে বসবাসরত জনগোষ্ঠীর পাঁচ দশমিক দুই শতাংশ ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় কোন দেশের অভিবাসী৷ যুদ্ধের প্রেক্ষিতে ইউক্রেন থেকে ৭৭ হাজার ৬৪৫ জন দেশটিতে প্রবেশ করেছেন৷

দ্য কমিশনার জেনারেল ফর রিফিউজ্যিস অ্যান্ড স্টেটলেস পার্সনস এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বেলজিয়ামে ১১ হাজার ৬১টি আবেদন শরণার্থী ও সহায়ক সুরক্ষার স্বীকৃতি পেয়েছিল৷ সে সময় আবেদন গ্রহণের হার ছিল ৪৩ শতাংশ৷ সে বছর সুরক্ষা পাওয়া নাগরিকদের মধ্যে শীর্ষে ছিলেন সিরিয়ান, আফগান, ইরিত্রিয়ান ও ফিলিস্তিনিরা৷

ডানপন্থিদের উত্থান

৩ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডে ভেফা৷ ডানপন্থিদের নিয়ে গঠিত জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি৷

পার্লামেন্ট দেয়া ভাষণে তিনি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন৷ দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনে যোগ দিয়েছেন৷ তার দল এন-ভিএ পার্টি থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা এমন একটি সরকার গঠন করছি যা বাজেটকে স্বচ্ছ করবে, একটি ন্যায্য সামাজিক নীতি বাস্তবায়ন করবে, এ যাবৎকালের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করবে…এবং নিরাপত্তায় বিনিয়োগ করবে৷’’

ডে ভেফার এন-ভিএ ইউরোপীয় পার্লামেন্টের কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত ইউরোপীয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফোর্মিস্ট (ইসিআর) এর সদস্য৷ ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলানি এবং চেক প্রধানমন্ত্রী পেত্রা ফিয়ালার দলগ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com