শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে ২১ জাতিগোষ্ঠীর উৎসব

  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ২১টি জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে দুই দিনের উৎসব। ‘বহুভাষিক উৎসব-২০২৫’ শীর্ষক এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল।

উৎসবে অংশ নিচ্ছে চাকমা, মারমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গ্যা, মণিপুরি, সাঁওতাল, মাহালী, গারো, হাজং, কোচ, রাখাইনসহ ২১টি সম্প্রদায়ের শিল্পীরা। এই উৎসবে বিভিন্ন ভাষাভাষীর গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হবে।

শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

উৎসবের মহড়ায় মনিপুরি সম্প্রদায়ের শিল্পীরা
উৎসবের মহড়ায় মনিপুরি সম্প্রদায়ের শিল্পীরা

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন শিল্পকলা একাডেমির উপপরিচালক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামীম আকতার। তিনি প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষার মূল প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা ভাষাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে কক্সবাজার সৈকতে প্রথমবারের মতো বাংলা একাডেমির উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীর ২১টি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পরিবেশিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি সৈকত ভ্রমণে আসা লাখো পর্যটক উৎসব উপভোগের সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com