শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
Uncategorized

কক্সবাজার বিমানবন্দরকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের প্রস্তাব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল কক্সবাজার বিমান বন্দরকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নামকরনের প্রস্তাব দিয়েছেন।

জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সাক্ষাতকালে কমল এই প্রস্তাব দেন।কক্সবাজারে দেশের বৃহত্তম ও দীর্ঘতম রানওয়ে সম্বলিত আন্তর্জাতিক বিমান বন্দর করায় কক্সবাজারবাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

এসময় এমপি কমল বিমানবন্দরের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর” করার প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সদয় সম্মতি জানিয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রনালয়ে লিখিত আবেদন করার নির্দেশ দেন।

এসময় এমপি কমল কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেন।সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মিতব্য রেললাইন প্রকল্প ও নবগঠিত ঈদগাঁও উপজেলার উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত ফুটবল একাডেমী প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নিতে এমপি কমলকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com