বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

ওয়ার্ক-ফ্রম-হোম সবচেয়ে বেশি করেন কানাডিয়ানরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সশরীরে অফিসে না গিয়ে গড় কাজের দিন বিশ্বের যেকোনো দেশের তুলনায় কানাডিয়ানদের বেশি। বৈশ্বিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এ মাসের গোড়ার দিকে প্রকাশিত সমীক্ষার ফলাফলে স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চের গবেষকরা বলেছেন, কানাডিয়ান প্রতি সপ্তাহে গড়ে ১ দশমিক ৯ দিন বাড়িতে বসে অফিসের কাজ করেন। ৪০টি দেশের ১৬ হাজার মানুষের ওপর সমীক্ষাটি চালানো হয়। তবে উত্তর নেওয়া হয়েছে কেবলমাত্র কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সুতরাং, এটা সব কর্মীর যে প্রতিনিধিত্ব করছে তেমন নয়।

গবেষকরা বলেন, এই গ্রুপটিকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্য হলো তারা এমন সব পদে কাজ করতে পারেন, যেগুলোতে সম্ভবত বাড়িতে বসে কাজ করা যায়।

বাড়িতে থেকে কাজের তালিকায় কানাডার পরেই সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাজ্য। এর পরেই রয়েছে ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীন। ইউরোপের দেশগুলোর মধ্যে এই তালিকায় উপরের দিকে রয়েছে পর্তুগাল, হাঙ্গেরি এবং নেদারল্যান্ডস।

দেশ ও অঞ্চলের ভিত্তিতে সমীক্ষার ফলাফল শ্রেণি বিভক্ত করা হয়েছে এবং অঞ্চলভেদে কিছু সাধারণ প্রবণতা চিহ্নিত করেছেন গবেষকরা। যদিও দেশভেদে ফলাফলে ভিন্নতা রয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, বাড়িতে বসে কাজের প্রবণতা ইংরেজি ভাষাভাষী দেশগুলোর মধ্যে সাধারণ ঘটনা। সমীক্ষায় অংশ নেওয়া কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং আয়ারল্যান্ডের উত্তরদাতারা সপ্তাহে গড়ে দেড় থেকেই দুইদিন বাড়িতে বসে কাজ করার কথা জানিয়েছেন। বাড়িতে বসে কাজের তালিকায় নিচের দিকে আছে যথাক্রমে গ্রিস, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বাড়িতে বসে কাজ ২০২৩ সালে পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য কমেছে। এরপর থেকে ২০২৪-২৫ সালে তা অনেক বেশি স্থিতিশীল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com