বৃহস্পতিবার মাস্কাট দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চায়। তাই সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে অভিযোগ রয়েছে অতি দ্রুততার সাথে তা সমাধান করা হবে।
শ্রম কাউন্সেলর রাফিউল ইসলামসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সংবাদকর্মীদের সাথে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরীও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিকে দূতাবাসের পাসপোর্ট উইংয়ের গাড়ি চালক নিজাম উদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি সম্প্রতি দূতাবাসের সিন্ডিকেট বাণিজ্য নিয়েও অভিযোগ তুলেছিলেন।
এসব অভিযোগের উত্তর জানতে চাইলে মাস্কাট দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থোইং এ প্রবাস টাইমকে বলেন, দূতাবাসে কোনো প্রকারের সিন্ডিকেট তৈরির সুযোগ নেই। এছাড়া নিজাম উদ্দিনকে যথাযথ প্রক্রিয়া মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে।
আগেও তাকে দুর্নীতি ও অনৈতিক লেনদেনের জন্য লঘু শাস্তি দেওয়া হয়েছিলো জানিয়ে দূতালয় প্রধান বলেন, ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। আবারও তিনি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন। ফলে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।