ওমানে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে গোল্ডেন ভিসা প্রোগামের ‘নতুন সংস্করণ’ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে । রবিবার (৩১ আগস্ট) ধোফারের গভর্নর সাইদ মারওয়ান বিন তুর্কি আল সাইদের পৃষ্ঠপোষকতায় সালালায় আয়োজিত অনুষ্ঠানে নতুন সংস্করণ উন্মোচন করা হবে।
এবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্পত্তি কেনার আরও বৈচিত্র্যময় সুযোগ রাখা হচ্ছে, যা আগে তুলনামূলক সীমিত ছিল।
২০২১ সাল থেকেই ওমানে চালু আছে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ—গোল্ডেন ভিসা। তবে এবার এটি আরও নতুন আঙ্গিকে আসছে জোরালো প্রচারণার মাধ্যমে। আগে ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগ করে ভিসা পাওয়া যেত, কিন্তু কঠিন শর্তের কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কম ছিল। এবার সেই নিয়ম সহজ করা হয়েছে। এখন পাঁচটি ক্যাটাগরিতে ১০ বছরের রেসিডেন্সি ভিসা, আর অর্ধেক শর্ত পূরণ করলে ৫ বছরের ভিসার সুযোগও রাখা হয়েছে।
১০ বছর মেয়াদী ভিসার জন্য কমপক্ষে ৫ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে, যা বাংলাদেশি ১৫ কোটি ৫০ লাখ টাকার সমান। আর ৫ বছর মেয়াদী ভিসার জন্য কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে, যা বাংলাদেশি ৭ কোটি ৯০ লাখ টাকার সমান।
গোল্ডেন ভিসার জন্য বিদেশি নাগরিককে ওমানের রিয়েল এস্টেটে সম্পত্তি কিনতে, বা ওমানি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে বা সরকারের ডেভেলপমেন্ট বন্ড কিনতে হবে।
আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, আবেদনকারীর কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না এবং নিজের ও পরিবারের সদস্যদের (যদি থাকে) জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে।
গোল্ডেন ভিসাধারীরা ওমানে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি, নিজস্ব ব্যবসার মালিকানা ও পরিচালনার অধিকার, ওমানের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং পরিবারের সদস্যদের (যেমন, স্ত্রী এবং সন্তান) জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ পাবেন।
সালালাহ বন্দরনগরীর পুনঃউন্নয়ন, ফ্রি জোন এবং নতুন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বড় বিনিয়োগকারীদের জন্য নতুন আকর্ষণ তৈরির চেষ্টা করছে ওমান।
ওমানকে ঘিরে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি নিয়ে অলিভিরি কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা ইরিনা কেতসকু বলেন, ‘ওমান স্পষ্টতই নিজের পথ তৈরি করছে। তারা তাড়াহুড়ো করছে না বরং একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গোল্ডেন ভিসার নতুন সংস্করণ শুধু মূলধন আনায়ন নয়, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ও অংশীদারিত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে।’
দীর্ঘমেয়াদি ভাবনার অংশ হিসেবেই আসছে ডিজিটাল অবকাঠামো। মুজিদাহ কোম্পানিস ইনেটিয়েটিভ—উৎপাদনশীল ওমানি কোম্পানিকে উৎসাহ দেওয়ার প্রকল্প। আর ওমান বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক নথিপত্রের ই-ট্রান্সফার—এসবই বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির অংশ।