1. [email protected] : চলো যাই : cholojaai.net
ওমানে ডিজিটাল মাধ্যমে বিবাহবিচ্ছেদ এখন আইনিভাবে বৈধ
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

ওমানে ডিজিটাল মাধ্যমে বিবাহবিচ্ছেদ এখন আইনিভাবে বৈধ

  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

ওমানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটের মতো ডিজিটাল মাধ্যমে দেওয়া বিবাহবিচ্ছেদ এখন ওমানে আইনিভাবে বৈধ। তবে শর্ত হলো—বিচ্ছেদের ঘোষণাটি প্রমাণিতভাবে স্বামী নিজে করতে হবে।

কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, “হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বা অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি স্বামী নিজে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এবং তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তাহলে সেটি বৈধ বিবেচিত হবে।”

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ডিজিটাল যোগাযোগের কারণে পরিবার ও সামাজিক কাঠামোর ওপর প্রভাব নিয়ে বিভিন্ন বিতর্ক চলছে। কাউন্সিল এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছে, বিবাহ একটি পবিত্র চুক্তি, যা স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে গঠিত।

তারা আরও বলেছে, “বিবাহ একটি মহান দায়িত্ব, যা একটি স্থিতিশীল পরিবার গঠনের ভিত্তি। ডিজিটাল মাধ্যমে বিচ্ছেদ বৈধ হলেও, তা এই প্রতিষ্ঠানের মর্যাদা কমিয়ে দেয় না।”

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে ওমানে বিবাহবিচ্ছেদের হার কিছুটা কমেছে। ২০২৩ সালে মোট ৩,৮২৮টি বিবাহবিচ্ছেদ রেকর্ড হয়েছে, যেখানে ২০২২ সালে ছিল ৪,১৬০টি এবং ২০২১ সালে ৩,৮৩৭টি।

তবে মাস্কাটে বিচ্ছেদের সংখ্যা কিছুটা বেড়েছে—২০২৩ সালে ১,০০৮টি মামলা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২২ সালে ছিল ৯৭৭টি এবং ২০২১ সালে ৮৫৩টি।

২০২৩ সালে অন্যান্য প্রদেশে যেসব বিবাহবিচ্ছেদ হয়েছে: উত্তর বাতিনাহ: ৬৬৫টি, ধোফার ৬৩৩টি, দাখলিয়াহ ৩৬০টি এবং দক্ষিণ বাতিনাহ ৩২৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com