সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ওজন ৫০ কেজির কম হলেই বাতাসে উড়িয়ে নেবে, বেইজিংয়ে সতর্কবার্তা

  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। গতকাল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ ‘সহজে এই ঝড়ে উড়ে যেতে পারে’। তাই লাখ লাখ মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হচ্ছে। চীনে পরিণত বয়সের একজন নারী-পুরুষের গড় ওজন ৫৯ থেকে ৬৯ কেজি। এর মধ্যে অনেকে স্লিম থাকতে ওজন কমান। তাই স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের কেউ যেন বাইরে বের না হন।

এ ছাড়া ঝড়ের কারণে দেশটিতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে স্থগিত করা হয়েছে রেলযোগাযোগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত এক দশকের মধ্যে বেইজিং প্রথমবারের মতো শক্তিশালী বাতাসের কারণে ‘অরেঞ্জ সতর্কতা’ জারি করেছে। আজ শনিবার শহরের ওপর দিয়ে সবচেয়ে শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল (১৫০ কিলোমিটার) পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। গত অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি চীনের রাজধানীতে সর্বোচ্চ বাতাসের বেগ। দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড় সপ্তাহজুড়ে থাকবে। এর ফলে বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে বাতাসের গতিবেগ ১ থেকে ১৭ পর্যন্ত একটি স্কেলে পরিমাপ করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১১ মাত্রার বাতাস ‘মারাত্মক ক্ষতি’ করতে পারে। এর ১ বেশি, অর্থাৎ ১২ মাত্রার বাতাস ‘চরম ধ্বংসাত্মক’ পরিস্থিতি ডেকে আনতে পারে। এ সপ্তাহে বেইজিংয়ে বাতাসের গতিবেগ ১১ থেকে ১৩ মাত্রার মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com