বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
Uncategorized

এ জায়গার মানুষ অসুস্থ হন না, সকলেই প্রায় বাঁচেন ১০০ থেকে ১২০ বছর

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

পৃথিবীতে এমনও এক জায়গা রয়েছে যেখানকার মানুষের স্বাভাবিক জীবনকাল ১০০ বছরের বেশি। এখানে ১০০ বছর বাঁচাটা সকলের কাছে খুব স্বাভাবিক ব্যাপার।

এ বিশ্বে আশ্চর্যের অভাব নেই। আনাচেকানাচে লুকিয়ে আছে চমৎকার। লুকিয়ে আছে প্রকৃতির আজব দান। যেখানে সারা বিশ্বেই কেউ যদি শতাধিক বছর বেঁচে থাকেন তবে তিনি মুখে মুখে ঘোরা কাহিনি হয়ে ওঠেন। কারণ বিশ্ব জুড়ে হাতে গোনা মানুষই শতাধিক বছর আয়ু নিয়ে বেঁচে থাকেন।

কিন্তু এই বিশ্বেই এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষ সাধারণভাবেই ১০০ বছরের ওপর বাঁচেন। এখানে প্রায় সকলেই ১০০ থেকে ১২০ বছর বেঁচে থাকেন। এমনও অনেক সময় হয় যে কেউ ১২০ বছরের চেয়েও অনেক বেশি বছর বেঁচে রইলেন। তাও আবার সুস্থ শরীরে।

পাকিস্তানের গিলগিট বালতিস্তানের চিতরাল, হুনজা এলাকা আদপে হিমালয়ের পাহাড় ঘেরা উপত্যকা। এখানেই বাস হুনজা জনজাতির। এঁরা এখানে খুব সহজে বাঁচতে পারেন না। লড়াই করে বাঁচতে হয়।প্রতিদিন হিমালয়ের চড়াই উৎরাই পার করতে হয়। খাবার বলতে মূলত গম, বার্লি। কিছু আনাজও পান তাঁরা। চাপাটি এঁদের প্রত্যেকদিনের খাবারের তালিকায় জায়গা পায়। এভাবে কিন্তু এঁরা সুস্থভাবে বাঁচেন। আনন্দে জীবন কাটান।

নিজেদের মধ্যেই এঁরা বছরের পর বছর আনন্দে খুশি মনে থাকেন। অসুস্থতা বড় একটা এঁদের মধ্যে দেখা যায়না। কীভাবে এই হুনজা জনজাতির মানুষ শতাধিক বছর সুস্থভাবে বেঁচে থাকেন তা এখনও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি চিকিৎসকেরাও। কীভাবে এতদিন বেঁচে থাকেন এখানকার মানুষ তা তাঁদের কাছে আজও একটা রহস্য।

প্রতিদিন হিমালয়ের চড়াই উৎরাই পার করতে হয়। খাবার বলতে মূলত গম, বার্লি। কিছু আনাজও পান তাঁরা। চাপাটি এঁদের প্রত্যেকদিনের খাবারের তালিকায় জায়গা পায়। এভাবে কিন্তু এঁরা সুস্থভাবে বাঁচেন। আনন্দে জীবন কাটান।

নিজেদের মধ্যেই এঁরা বছরের পর বছর আনন্দে খুশি মনে থাকেন। অসুস্থতা বড় একটা এঁদের মধ্যে দেখা যায়না। কীভাবে এই হুনজা জনজাতির মানুষ শতাধিক বছর সুস্থভাবে বেঁচে থাকেন তা এখনও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি চিকিৎসকেরাও। কীভাবে এতদিন বেঁচে থাকেন এখানকার মানুষ তা তাঁদের কাছে আজও একটা রহস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com