1. [email protected] : চলো যাই : cholojaai.net
এল সালভাদর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
Uncategorized

এল সালভাদর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

এল সালভাদর, উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলের একটি দেশ। জনসংখ্যার বিচারে মধ্য আমেরিকার দেশগুলির মধ্যে গুয়াতেমালার পরেই এর স্থান। দুই আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে এটি দ্বিতীয়।

এল সালভাদর সম্পর্কে টুকরো কিছু বিষয় জেনে নেয়া যাক।

১. মধ্য আমেরিকার সবচেয়ে ছোট দেশ এল সালভাদর। দেশটির আয়তন ২১ হাজার বর্গকিলোমিটার।

২. দেশটির জনসংখ্যার ৬৪ শতাংশ শহরে বাস করে।

৩. এল সালভাদর “আগ্নেয়গিরির ভূমি” নামে পরিচিত। ২০টির বেশি আগ্নেয়গিরির কারণে এমন নাম দেয়া হয়েছে। এই আগ্নেয়গিরিগুলোর মধ্যে বর্তমানে দুটি সক্রিয় রয়েছে।

৪. এল সালভাদরে প্ৰতি ১২৫ জনের মধ্যে ১০০ জন সেলফোন ব্যবহার করেন।

৫. এল সালভাদরে বিনিময়ের মাধ্যম হিসেবে মার্কিন ডলার ব্যবহার করা হয়।

৬. এখানে প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে কার্নিভাল ফেস্টিভ্যাল নামে একটি বড় উৎসবের আয়োজন করা হয়।

৭. উষ্ণ আবহাওয়ার দেশ হলেও সেরো এল পিতালের দিকে তুষারপাত হতে দেখা যায়।

৮. “হোয়া দে সেরেন” নামে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এই দেশে।  লেগুনা ক্যালডেরা নামের এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এই সাইটে বসবাসরত হিস্পানিক কৃষকরা প্রাণ হারিয়েছিলেন। যাদের সমাধি হয়েছিলো আগ্নেয়গিরির ছাইয়ের নিচেই।

৯. খাবার শেষ করে প্লেটে তার কিছু রেখে দেওয়াকে সেখানে ভদ্রতা হিসেবে গন্য করা হয়ে থাকে।

১০. এল সালভাদরের জাতীয় পাখির নাম তরোগোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com