শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

এমিরেটস এয়ারলাইনের মুনাফা ২.৯০ বিলিয়ন ডলার

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। ২০২২-২৩ অর্থবছরে ২.৯০ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড মুনাফা করেছে এমিরেটস এয়ারলাইন।

এমিরেটস এয়ারলাইন্স জানায়, এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে তাদের ২০২২-২৩ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ ছিল এমিরেটস গ্রুপের জন্য সর্বাধিক লাভজনক একটি বছর।

৩১ মার্চ ২০২৩ সমাপ্ত অর্থবছরে এমিরেটস এয়ারলাইন রেকর্ড পরিমাণ ২.৯০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। অথচ, গতবছর এয়ারলাইনটির লোকসানের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। এ সময় আগের বছরের তুলনায় এয়ারলাইনটি রাজস্ব আয় ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯.৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

২০২২-২৩ অর্থবছরে এমিরেটসের মোট যাত্রী ও কার্গো পরিবহন ক্ষমতা ৩২ শতাংশ বৃদ্ধি পায়। এ সময় এয়ারলাইনটি ৪৩.৬০ মিলিয়ন (১২৩ শতাংশ প্রবৃদ্ধি) পরিবহন করে এবং সীট ক্যাপাসিটির প্রবৃদ্ধি ছিল ৭৮ শতাংশ। গত অর্থবছরে প্যাসেঞ্জার সীট ফ্যাক্টর বৃদ্ধি পেয়ে ৭৯.৫০ শতাংশে দাঁড়ায় যা আগের বছর ছিল মাত্র ৫৮.৬০ শতাংশ। এমিরেটসের কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো গতবছর ৪.৭০ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। এর আগের বছর করোনা মহামারিকালে ব্যতিক্রমী রাজস্ব আয়ের তুলনায় এটি ২১ শতাংশ কম। বছর শেষে এয়ারলাইনটির নগদ সম্পদের পরিমাণ ছিল ১০.২০ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেশি।

অন্যদিকে, এমিরেটস গ্রুপও রেকর্ড পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। এর আগের বছর গ্রুপটি ১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল। পূর্ববর্তী বছরের তুলনায় রাজস্ব আয় ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২.৬০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। গ্রুপের ক্যাশ ব্যালেন্স বছর শেষে ছিল ১১.৬০ বিলিয়ন মার্কিন ডলার, যা একটি রেকর্ড এবং পূর্ববর্তী বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

এমিরেটস বাংলাদেশ জানায়, মুনাফার বিষয়ে এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম  বলেন, ‌‘করোনার কারণে বিধিনিষেধগুলো উঠে যাওয়ার প্রেক্ষিতে ভ্রমণ শিল্পে একটি তেজী ভাব আমরা আগে থেকেই অনুমান করতে পারছিলাম এবং আমরা গ্রাহকদের সেবা প্রদানের জন্য দ্রুততার সঙ্গে কার্যক্রম বিস্তারেও প্রস্তুত ছিলাম। এছাড়াও ব্র্যান্ড, প্রোডাক্ট ও সার্ভিসে আমাদের অব্যাহত বিনিয়োগের ফলে আমরা গ্রাহকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছি, যা মার্কেটে আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।’

অন্যদিকে, অপর অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ডানাটার মুনাফা পূর্বপর্তী বছরের তুলনায় ২০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মুনাফার পরিমাণ ছিল ৯০ মিলিয়ন মার্কিন ডলার। ডানাটার রাজস্ব আয়ের পরিমাণ ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

গত ২০২২-২৩ অর্থবছরে এমিরেটস গ্রুপের জনবল ২০ শতাংশ বৃদ্ধি পায় এবং বছর শেষে গ্রুপটিতে ১৬০ জাতির ১ লাখ ২ হাজার ৩৭৯ জন কর্মরত ছিলেন।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com