শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

এমিরেটস এয়ারলাইনসের যাত্রী পরিবহন সক্ষমতা ৩১ শতাংশ বেড়েছে

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

চলতি বছরের শুরু থেকে এমিরেটস এয়ারলাইনসের যাত্রী পরিবহন সক্ষমতা ৩১ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী বিমান চলাচল কভিড-পূর্ববর্তী অবস্থায় ফেরায় যাত্রী পরিবহন বাড়াচ্ছে উড়োজাহাজ সংস্থাটি। খবর দ্য ন্যাশনাল।

গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে ২৬ মার্চ থেকে আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দুবাইভিত্তিক সংস্থাটি। কয়েক মাসে এয়ারলাইনসটির কার্যক্রম ব্যাপক বেড়েছে। এটি পাঁচটি শহরে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি তেল আবিবে নতুন ফ্লাইট চালু করছে। বিদ্যমান রুটে এখন সপ্তাহে ২৫১টি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

প্রধান অপারেটিং অফিসার আদেল আল রেধা বলেছেন, কভিড মহামারী দূর হওয়ার কারণে বিমান ভ্রমণের চাহিদা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অতিরিক্ত পাইলট, কেবিন ক্র নিয়োগ ও আরো বিমান যুক্ত করতে হচ্ছে।

তিনি বলেন, ‘‌এমিরেটস ২০২৩ সালের মাঝামাঝি অতিরিক্ত ৪০০ পাইলট ও পাঁচ-ছয় হাজার কেবিন ক্রু নিয়োগ দেবে। বর্তমানে উড়োজাহাজ সংস্থাটির পাইলট সংখ্যা সাড়ে চার হাজার ও কেবিন ক্রু সাড়ে ১৭ হাজার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com