শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

এমিরেটস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
এমিরেটসের ১ বৎসরের (২০২২-২০২৩) লাভ ৩২ হাজার কোটি টাকা ( 3 billion US dollar)
যাঁদের নিজেস্ব যাত্রী ১%ও নাই। আমাদের প্রবাসী ১ কোটিরও বেশি ।Emirates এর ১ লক্ষেরও বেশি লোক কাজ করে। ১৬০ টি দেশের লোক নিয়োগ দেয়া হয়েছে ।
২০২২-২০২৩ সালে আমিরাতের জন্য রেকর্ড-ব্রেকিং লাভ হয়েছে ।এমিরেটস বিশ্বব্যাপী তাদের কর্মীদের জন্য তাদের একটি মুনাফা ভাগাভাগি পরিকল্পনা ঘোষণা করেছে, যা তাদের প্রায় ৬ মাসের বেতনের সমান।
উড়োজাহাজের “ফার্স্ট ক্লাস প্রাইভেট স্যুট”(First Class private suite), ফার্স্ট ক্লাস , বিজনেস ক্লাস, Premium economy class, ইকনমি ক্লাসের সিট। ঢাকা -দুবাই- ঢাকা ,ইকনমি ক্লাসের টিকেটের দাম যদি হয় ৭০০০০ টাকা( কম বেশি হতে পারে) তবে ফার্স্ট ক্লাসের হবে ৪ লক্ষ টাকা(+/-) , ফার্স্ট ক্লাস স্যুট হবে আরও বেশি ।
Business Class,Premium Economy , Economy Class এর ভাড়া আনুপাতি হারে ধার্য করা হয়। টিকেটের দাম সবসময় বাড়ে, কমে। যত আগে কাটা যায় তত সস্তা হয়। Peak and Off-Peak Pricing , Route সহ আরও অনেক কিছু নির্ভর করে টিকেটের মূল্য।
করনাতে যে ক্ষতি হয়েছে সেটা এখন এয়ারলাইনগুলি উশুল করছে দুই থেকে তিনগুন ভাড়া বেশি নিয়ে ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনের যাত্রা শুরু ৪-২-১৯৭২, উড়োজাহাজের সংখ্যা ২১ টি,গন্তব্য ২৫ টি শহরে।
এমিরেটসের যাত্রা শুরু ২৫-১০-১৯৮৫, উড়োজাহাজের সংখ্যা ২৬০ টি, গন্তব্য ১৫০ টি শহরে।
For the financial year ended 31 March 2023, the Emirates Group posted a record profit of AED 10.9 billion (US$ 3.0 billion).

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com