সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

এবার স্লোভাকিয়ার বিনিয়োগ টানতে মাঠে নামল সরকার, ‘এখান থেকে অনেকে বেড়াতে যান’

  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশি বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। কিছুদিন আগেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল কলকাতায়। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্মেলন থেকে কতটা বিদেশি বিনিয়োগ আসবে তা নিয়ে নানা চর্চা রয়েছে। তবে এবার স্লোভাকিয়ার বিনিয়োগ নিয়ে আসতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ। মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করেছেন স্লোভাকিয়ার প্রতিনিধিরা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, রাজ্য সরকার স্লোভাকিয়া থেকে বিনিয়োগ চাইছে। রাজ্য়ের শিল্প ও বাণিজ্য়মন্ত্রী শশী পাঁজা এনিয়ে স্লোভাকিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন। স্লোভাকিয়া বিদেশ ও ইউরোপিয়ান অ্য়াফেয়ার্স মিনিস্টার জুরাজ ব্লানারের নেতৃত্বে এই প্রতিনিধিদল শহরে এসেছে। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে মন্ত্রী দেখা করেন।

মন্ত্রী জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত সহযোগিতার নানা ক্ষেত্রগুলির মধ্য়ে অন্য়তম হল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, লেদার, টেক্সটাইল,গ্রিন হাইড্রোজেন, ওয়াটার ম্য়ানেজমেন্ট, ফিল্ম প্রোডাকশন, ট্যুরিজম, গবেষণা, উন্নয়ন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

শশী পাঁজা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলিতে বাংলা ও স্লোভাকিয়া অর্থনৈতিক বন্ধনকে দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছিল। যে সমস্ত পণ্য রাজ্য থেকে রফতানি করা হয় সেগুলি হল চামড়া, স্পোর্টসের সামগ্রী, লৌহ আকরিক, রেডি মেড গার্মেন্ট, পাটের সামগ্রী, ফুল সংক্রান্ত বিষয়, ইলেকট্রিকাল মেশিনারি, চা, ইঞ্জিনিয়ারিংয়ের সামগ্রী।

মন্ত্রী জানিয়েছেন, বাংলার পর্যটকদের একটা জনপ্রিয় গন্তব্য হল স্লোভাকিয়া। সেই সঙ্গেই স্লোভাকিয়া থেকে আমাদের এখানে অনেকে বেড়াতে আসেন। কলকাতায় অত্যন্ত ৪০টির বেশি Consulate আছে। যদি স্লোভাকিয়ার Consul অফিস এখানে হয় তবে আমরা খুশি হব।

ব্লানার জানিয়েছেন, বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক স্লোভাকিয়ার কোম্পানি বিনিয়োগের সুযোগ খুঁজছে। এই সফর স্লোভাকিয়া ও বাংলার মধ্য়ে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করবে। স্লোভাকিয়ার প্রতিরক্ষা, সাইবার সিকিউরিটি, অটোমেশন, অপ্রচলিত শক্তি, রিয়েল এস্টেটের ক্ষেত্র থেকে প্রতিনিধিরা ছিলেন এদিনের সফরে।

এদিকে জুপিটার গ্রুপের এমডি বিবেক লোহিয়া তিনি কলকাতায় স্লোভাক রিপাবলিকের কনসাল জেনারেল তিনি জানিয়েছেন, বাংলা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলায় বিনিয়োগ চালিয়ে যাব। ৫০০ মিলিয়ন ইউরোর মধ্য়ে অনেকটাই বাংলার জন্য় থাকবে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।

এদিকে বিরোধীরা মাঝেমাধ্য়েই অভিযোগ করেন বাংলায় বিনিয়োগ আসে না। বাংলায় বিদেশি বিনিয়োগ আসে না। ঘটা করে সম্মেলন করে নানা কথা বলা হয়। কিন্তু বাস্তবে বিদেশি বিনিয়োগ আসতে চায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com