আকাশ ছুঁয়েছে বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের শেয়ারের দর।কারণ পেন্টাগন মাইক্রোসফটের সঙ্গে সমালোচিত ক্লাউড কম্পিউটিং চুক্তি বাতিল করেছে।এরপর আমাজনের শেয়ারের দর প্রায় ৫ শতাংশ বেড়ে গেছে।
গত মঙ্গলবারই বেজস নতুন করে আরও ৮৪০ কোটি ডলারের মালিক হয়েছেন। চলতি সপ্তাহেই আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে দেন বেজস।
তবে কোম্পানির ১০ দশমিক ৩ শতাংশ শেয়ারের মালিক তিনি।যার বাজারমূল্য ২১ হাজার ১০০ কোটি ডলার। ২০১২ সালের পর এই রেকর্ড সর্বোচ্চ।