এরই মধ্যে মুকেশ আম্বানির সংস্থা খুব তাড়াতাড়ি গাড়ির ব্যবসায় নামতে চলেছে বলেই জানা যাচ্ছে। গাড়ির ব্যবসায় নামার জন্য মুকেশ আম্বানির রিলায়েন্স এমজি মোটরস (MG Motors) নামে একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য আলোচনা চালাচ্ছে বলে জানা গিয়েছে। MG Motors দীর্ঘ সময় ধরে ভারতের বাজারে চিনের SIAC মোটরের মালিকানাধীনে ব্যবসা চালাচ্ছে। এই সংস্থা ছাড়াও রিলায়েন্স হিরো গ্রুপ, প্রেমজি ইনভেস্ট এবং জেএসডব্লিউ গ্রুপের মতো সংস্থাগুলির সঙ্গেও আলোচনা চালাচ্ছে বলে সূত্রের খবর।
তবে এখনো পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং এই চুক্তি স্বাক্ষরিত হতে সময় লাগবে চলতি বছরের শেষ পর্যন্ত বলে জানা যাচ্ছে। চুক্তি শেষ হওয়ার পরই বোঝা যাবে কত শতাংশ শেয়ার নেয় রিলায়েন্স। আসলে ভারত ও চীনের মধ্যে সমস্যার কারণে এমজি মোটরস সমস্যায় রয়েছে। এই সংস্থার গাড়ি তৈরীর কারখানা রয়েছে গুজরাতের হালোলে। যেখানে প্রতিবছর ১.২ লক্ষ গাড়ি তৈরি হয়।
মূলত এই সংস্থা তাদের ব্যবসা আরও বৃদ্ধি করতে চাইছে এবং আরও একটি ইউনিট তৈরি করে গাড়ি তৈরির সংখ্যা বাড়াতে চাইছে। তাদের লক্ষ্য রয়েছে বছরে তিন লক্ষ গাড়ি তৈরি করার। সংস্থার বক্তব্য, তারা যেভাবে তাদের ব্যবসা বৃদ্ধি করতে চাইছে তাতে আগামী দুই থেকে চার বছরে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। আর এই টাকা তারা ভারতীয় বিনিয়োগকারীদের থেকেই সংগ্রহ করতে চাইছে।