রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে।

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস্টর আসবে ইন্টারকন্টিনেন্টালে।
এটা বাংলাদেশ কেন আশে পাশের দেশ ও কখনো ভাবেনি বা করতে পারেনি। ভাবুন কি হতে যাচ্ছে দেশে। এলন মাস্ক থেকে বিল গেটস ও আসবে বা আসার সম্ভাবনা আছে।
এলন মাস্কের স্টার লিঙ্ক ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। ইতিমধ্যে সকল দেশের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।
যদি এভাবেই চলে তাহলে নতুন কাজের ক্ষেত্র হবে। আপনারা খালি স্কিলস শিখে যান, 5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশান শিখুন। নিজেকে ট্রান্সফরমেশান করুন আর চোখ কান খোলা রাখুন।
আবার আমরা অচিরেই আসিয়ান দেশ গুলার মেম্বার হয়ে যাব। আহা কি শান্তি লাগছে। বিদেশী এম্বেসি দেশে আসছে।
একটা নতুন দেশ পেতে যাচ্ছি আমরা। প্রফেসরের জন্য ভালোবাসা অবিরাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com