1. [email protected] : চলো যাই : cholojaai.net
এইচ-ওয়ান বি ভিসা পরিবর্তন: কানাডার জন্য নতুন সুযোগ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

এইচ-ওয়ান বি ভিসা পরিবর্তন: কানাডার জন্য নতুন সুযোগ

  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ‘এইচ-ওয়ান বি’ ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। নির্বাহী আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না।  ট্রাম্পের এমন সিদ্ধান্ত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ কানাডার জন্য।

এর আগে, ‘এইচ-ওয়ান বি’ ভিসা ৫ হাজার ডলারে আবেদন করা যেত। তবে, এখন সেই খরচ দাঁড়িয়েছে ১ লাখ ডলারে। এদিকে, কানাডা এই সুযোগটিই কাজে লাগাতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক বিশ্লেষকরা।

তবে অনেকে সতর্ক করে বলছেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে কানাডাকে টার্গেট করছেন, সেক্ষেত্রে তাদেরকে কানাডার নিজস্ব অভিবাসন ব্যবস্থার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও পড়তে হতে পারে।

যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই স্কিলড ওয়ার্কার ভিসা প্রোগ্রামের ফি বাড়াচ্ছেন, আইনজীবী এবং ব্যবসায়িক বিশেষজ্ঞরা কানাডা সরকারকে আহ্বান জানাচ্ছেন যেন তারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের দরজা খুলে দেয়।

এইচ-ওয়ান বি ভিসা পরিবর্তনের কারণে পিছিয়ে পড়া প্রতিভাবান কর্মীদের ধরে রাখতে বিশেষভাব মনোযোগ দিচ্ছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ।

নিউইয়র্ক সিটিতে কনসিল অফ ফরেন রিলেশনসের সামনে একটি ভাষণে মার্ক কার্নি ক্যানাডার দেশীয় গবেষণা এবং এআই প্রতিভার কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন, ‘দুর্ভাগ্যবশত, কর্মীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি জানি যুক্তরাষ্ট্র ভিসা নীতি পরিবর্তন করছেন। হয়তো আমরা এই সুযোগ কাজে লাগাতে পারি।’

২০১৯ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট এইচ-ওয়ান বি আবেদনকারীর মধ্যে ১% ছিল কানাডিয়ানরা।

হোয়াইট হাউস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে থাকা বর্তমান এইচ-ওয়ান বি ভিসা হোল্ডাররা প্রভাবিত হবেন না এবং এই পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তবে এই পরিবর্তনগুলো উচ্চশিক্ষিত বিদেশিদের কর্মসংস্থানের সুযোগ সীমিত করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়বেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা যারা দীর্ঘমেয়াদি কাজের আশা করেছিলেন। যাদের বাধ্য হয়ে এখন অন্য জায়গায় যেতে হচ্ছে।

ক্যানাডার অভিবাসন আইনজীবী ইভান গ্রিন বলেছেন, এটি ‘ক্যানাডার সরকারের জন্য একটি দুর্দান্ত সুযোগ।’

দেশটির একটি অলাভজনক সংস্থা ‘বিল্ড ক্যানাডা’ গত সোমবার একটি মেমো প্রকাশ করেছে, যাতে ক্যানাডা সরকারকে এইচ-ওয়ান বি ভিসা নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। মেমোতে বলা হয়েছে, এইচ-ওয়ান বি ভিসা পরিবর্তনের কারণে পিছিয়ে পড়া কর্মীদের জন্য সম্ভাব্য গন্তব্যস্থল হতে পারে কানাডা।

মেমোতে বলা হয়েছে, “শত শত দক্ষ এবং উচ্চ বেতনের এইচ-ওয়ান বি ভিসাধারী পেশাজীবীরা এখন নতুন বাসস্থানের খোঁজ করছে। এটি কানাডার জন্য একটি দুর্দান্ত সুযোগ।

সূত্র: বিবিসি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com