বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

এআইয়ের কণ্ঠও হাসে, কাঁদে আর চিৎকার করে

  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) কণ্ঠস্বর মানেই মসৃণ, পরিমিত, বন্ধুসুলভ কথা? ডিয়ার আবির্ভাব সেই পুরোনো ছক ভেঙে দিল। নারী ল্যাবসের তৈরি এ ওপেন সোর্স এআই মডেল শুধু কথা বলে না-হাসে, কাশে, গলা খাঁকারি দেয়, নাক টানে, এমনকি চিৎকারও করতে পারে!

টেকরাডারের প্রতিবেদন বলছে, ডিয়ার আবেগ প্রকাশ এতটাই নিখুঁত যে, মুহূর্তে ভুলে যেতে পারেন, এটি আসলে একটি যান্ত্রিক কণ্ঠস্বর! অনেকের মনে হতে পারে, চিৎকার করা তো সহজ ব্যাপার। বাস্তবতা কিন্তু ঠিক তার উলটো। চিৎকার মানে কেবল স্বর উঁচু করা নয়; সেখানে মিশে থাকে শরীরী ভাষা, আবেগের বিস্ফোরণ।

এক্ষেত্রেই ডিয়া অনন্য। কথার ছন্দ, শ্বাস-প্রশ্বাসের গতি, স্বরের ওঠানামা-সবকিছু মিলিয়ে ডিয়া যেন এক জীবন্ত সত্তা। বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থা ‘ওপেনএআই, গুগল, ইলেভেনল্যাবস’ এআই ভয়েসে আবেগ যোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওপেনএআইয়ের ভয়েস মুড নানা রঙের অনুভূতি ফুটিয়ে তোলে, ইলেভেনল্যাবস উচ্চারণের সূক্ষ্মতায় দক্ষ।

তবে হঠাৎ প্রাণখোলা হাসি বা আতঙ্কের চিৎকার? এখনো অনেকটাই দুর্লভ! আর এ জায়গাতেই ডিয়া যেন একধাপ এগিয়ে। তবে যতটা রোমাঞ্চকর, ততটাই উদ্বেগজনকও এ অগ্রগতি। আবেগ দেখিয়ে এআই যখন মানুষের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারবে, তখন ভুয়া আবেগের মাধ্যমে মিথ্যা ছড়ানোর ঝুঁকিও বাড়বে-সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com