1. [email protected] : চলো যাই : cholojaai.net
উদ্যোক্তা, উদ্ভাবক ও শিল্পীদের আরব আমিরাতে নাগরিকত্বের সুযোগ
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

উদ্যোক্তা, উদ্ভাবক ও শিল্পীদের আরব আমিরাতে নাগরিকত্বের সুযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সংযুক্ত আরব আমিরাতে।অভিবাসন বিষয়ে দেশটি নতুন এক আইন সংশোধন করেছে। এই আইন সংশোধনের ফলে উদ্যোক্তা, উদ্ভাবক ও শিল্পীরা নাগরিকত্ব অর্জনের সুযোগ পাচ্ছেন।মূলত এতে বিভিন্ন পেশাজীবী যেমন বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও তাদের পরিবার আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই আইন ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘নতুন এই আইনের লক্ষ্য হলো, আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন এমন প্রতিভাবানদের আকৃষ্ট করা’।

টুইটারে দেয়া বার্তায় তিনি আরও বলেন, ‘আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমিরি আদালত এবং নির্বাহী পরিষদ প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত মানদণ্ডের অধীনে যোগ্যদের মনোনীত করবেন’। এই বিষয়ে তারা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এর আগে গত নভেম্বরে দেশটির গোল্ডেন ভিসা’য় আবেদনের ক্যাটাগরি বৃওি মাধ্যমে বিশেষায়িত পেশা ও বিশেষ ডিগ্রিধারীদের সুযোগ প্রদানের ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com