বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? রইল কিছু হোটেল ও রিসোর্টের খোঁজ

  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, বগুড়া

মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট
মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের একমাত্র পাঁচ তারকা রিসোর্ট মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি বগুড়ার ঢাকা–রংপুর রোডের নওদাপাড়ায় অবস্থিত।

যোগাযোগ: ০১৭৫৫ ৬৬৯৯০০

ওয়েবসাইট: www.momoinn.com

রত্নদ্বীপ রিসোর্ট, পাবনা

 রত্নদ্বীপ রিসোর্টের একটি কক্ষ
রত্নদ্বীপ রিসোর্টের একটি কক্ষছবি: সংগৃহীত

পাবনা সদরের জালালপুরে অবস্থিত রত্নদ্বীপ রিসোর্ট। পাবনা–ঈশ্বরদী বেড়াতে গেলে এই রিসোর্টে থাকতে পারেন। নির্ভার সময় কাটাতেও রত্নদ্বীপ হাতে পারে আপনার ঠিকানা।

যোগাযোগ: ০১৭৩০ ৩১৮৯৫৩

ওয়েবসাইট: www.ratnodweepresort.com

রূপকথা ইকো রিসোর্ট
রূপকথা ইকো রিসোর্টছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরে অবস্থিত রূপকথা ইকো রিসোর্ট। রত্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনায় এই রিসোর্ট পরিচালিত হয়।

যোগাযোগ: ০১৭৩০ ৩৭৪৮১৭

ওয়েবসাইট: www.rupkothaecoresort.com

এসকেএস ইন রিসোর্ট, গাইবান্ধা

গাইবান্ধা জেলা সদরে অবস্থিত এসকেএস ইন রিসোর্ট
গাইবান্ধা জেলা সদরে অবস্থিত এসকেএস ইন রিসোর্টছবি: এসকেএস ইন রিসোর্ট

গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত চার তারকা মানের রিসোর্ট এসকেএস ইন। এখানে থাকার জন্য ডিলাক্স রুম, টুইন ও ফ্যামিলি রুম, ওয়াটার ভিলা, গার্ডেন ভিউ ভিলা, ফ্যামিলি ভিলা, লেক ফ্রন্ট ভিলা আছে।

যোগাযোগ: ০১৭১৩ ৪৮৪৪১৭

ওয়েবসাইট: www.sksinn.com

জাকস রিসোর্স সেন্টার
জাকস রিসোর্স সেন্টারছবি: প্রথম আলো

জয়পুরহাটে শহরের সবুজনগর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন গড়ে তুলেছে ‘জাকস রিসোর্স সেন্টার’। আবাসনের ভালো ব্যবস্থা আছে এখানে। নওগাঁ ও জয়পুরহাটে ঘুরতে গেলে এই রিসোর্স সেন্টারের ডিলাক্স টুইন বেডরুম, ডিলাক্স রুমসহ ভিআইপি স্যুটে থাকতে পারেন।

যোগাযোগ: ০১৯৫৮২৬৬৪৩১

ওয়েবসাইট: www.jrc-bd.com

 ডাহুক টি রিসোর্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়

 ডাহুক টি রিসোর্ট
ডাহুক টি রিসোর্টছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা–বাগানের সবুজের মধ্যে, মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্ট পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিশে আছে আধুনিক সুযোগ-সুবিধা।

যোগাযোগ: ০১৩১৫১৩৩৮৬৬

মহানন্দা কটেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গেলে মহানন্দা কটেজ থাকতে পারেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গেলে মহানন্দা কটেজ থাকতে পারেনছবি: সংগৃহীত

প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। অনেকে ছুটে যান দূর থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার বাসনায়। তাঁরা কলেজ রোডের মহানন্দা কটেজেও থাকতে পারেন।

যোগাযোগ: ০১৭৩৪০৩১৯৬৫

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com