বিশ্বের শীর্ষে অবস্থানকারী ১০টি আন্তর্জাতিক পেশার মধ্যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশাটি অত্যান্ত মর্যাদাসম্পন্ন উল্লেখযোগ্য পেশা। এই পেশাতে রয়েয়ে উপযুক্ত সম্মান এবং সম্মানী। সার বিশ্বের প্রায় ৬০০০টি এয়ারলাইন্স কোম্পানীতে বিমান প্রকেীশলীদের রয়েছে সর্বোচ্চ চাহিদা। এইচএসসি পাশের পরেই শুরু করতে পারেন। এই বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজেকে নিয়ে যাওয়া যায় সাফল্যের শীর্ষে।
ক্যারিয়ার জগতে আধূনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গতানুগতিক ধারাকে টপকে জীবনমুখী ক্যারিয়ার ভিত্তিক শিক্ষা এখন সময়ের দাবী। তরুনরা ভাবছে আগামী ২০ বছর পর হবে আমাদের জগৎ তখন প্রযুক্তি কোথায় থাকবে? কি হবে তখন প্রফেশন? এভিয়েশন ইন্ড্রাষ্টির চলমান ধারাবাহিকতায় বাংলাদেশেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এয়ারলাইন্স বাড়ছে, বাড়ছে হেলিকাপ্টার কোম্পানী, শুরু হলো স্যাটেলাইট কোম্পানী, তৈরী হবে আধুনিক বিশ্বমানের এয়ারপোর্ট, সিভিল এভিয়েশনের উদ্যোগে তৈরী হচ্ছে এভিয়েশন বিশ্ববিদ্যালয়।
কোথায় পড়বেন?
শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন একটি বড় বিষয়। ওমর-সুরতান ফাউন্ডেশনের আওতাধীন নিজস্ব ক্যাম্প্যাসে পরিচালিত ‘ইউনাইটেড কলেজ অব এভিয়েশন এন্ড ম্যানেজমেন্ট’ দেশের অন্যতম ক্যারিয়ার ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৯ সালে স্থাপিত হয়েছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এবং যুক্তরাজ্যের বিটেক এডেক্সেল অনুমোদিত।
এ প্রতিষ্ঠানটিই বাংলাদেশে ইয়াসা পার্ট-৬৬ এর আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র। এছাড়াও এই প্রতিষ্ঠানের চার বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, লেভেল ৩-৭ ইন বিজনেস ম্যানেজমেন্ট, আর্ট এন্ড ডিজাইন, ক্রিয়েটিভ মিডিয়া, কেবিন ক্রু, এভিয়েশন ম্যানেজমেন্টে পড়াশোনা করা যায়।
যোগাযোগ করতে পারেনঃ
ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট
সেক্টর-০৩, রোড-০৪, বাড়ী-১৬,
উত্তরা’ ঢাকা।