শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

উড়ন্ত বিমানে তরুণীকে যৌন হয়রানি করেন বিমানের ক্রু

  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেট থেকে শারজাহগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের বিজনেস ক্লাসের এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিমানের ৫৫ বছর বয়সী এক ক্রুর বিরুদ্ধে। ওই নারী বয়সে তরুণী এবং তিনি একজন শিক্ষার্থী।

অভিযুক্ত ক্রুর নাম লুৎফর রহমান ফারুকী (বাবু)। তিনি ওই ফ্লাইটের ‘চিফ পার্সার’ ছিলেন।

এ ঘটনায় গত ২০ জুলাই বাবুকে বিমানের প্রশাসন (ফ্লাইট সার্ভিস) শাখা থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিমানের এমডি মো. শফিউল আজিমকে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দেন যৌন হয়রানির শিকার ওই তরুণী।

লিখিত অভিযোগে তিনে উল্লেখ করেন, গত ১১ জুলাই বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৫১) সিলেট থেকে বিজনেস ক্লাসে শারজাহ যান তিনি। রাত ৮টায় ফ্লাইট যাত্রা শুরু করে। বিজনেস ক্লাসে তাকে একা পেয়ে অশ্লীল ও যৌন উত্তেজক কথা বলতে শুরু করেন ফ্লাইটের চিফ পার্সার লুৎফর রহমান ফারুকী। এক পর্যায়ে কেবিনের লাইট নিভিয়ে পাশের সিট ফাঁকা থাকায় সেখানে বসে পড়েন তিনি। এ সময় তাকে সামনে অন্ধকার জায়গায় গিয়ে বসার প্রস্তাব দেন ফারুকী

চিফ পার্সার তাকে শারজাহর একটি হোটেলে যাওয়ারও প্রস্তাব দেন বলে অভিযোগ করেন তরুণী। তিনি বলেন, ফ্লাইটের শেষের দিকে বিমানের একজন নারী কর্মী বিজনেস ক্লাসে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং ওই ফ্লাইট পার্সার আচরণ বদলে ফেলেন।

ওই তরুণী বলেন, লোকটিকে (ক্রু) বয়স্ক মনে হওয়ায় আমি প্রথমে ছাড় দিয়েছি, তবে একপর্যায়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

এদিকে বাবুকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বিমান জানায়, এই অভিযোগে চাকরিবিধি অনুযায়ী তাকে কেন অব্যাহতি দেওয়া হবে না, ৭২ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাব দিতে হবে। তবে ৫ দিন পেরিয়ে গেলেও কোনো জবাব দেননি বাবু।

এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি বিমানের এমডি শফিউল আজিম এবং বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের সঙ্গে যোগাযোগ করেও উত্তর মেলেনি।

ওই যাত্রীর অভিযোগের কপি, টিকিটের কপি এবং কারণ দর্শানো নোটিশের কপি ঢাকা পোস্টের কাছে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com