বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির ৫০ শতাংশসহ নানা সুযোগ সুবিধা প্রদান করবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ এপ্রিল ২০২৫।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*৫০ শতাংশ টিউশন ফি প্রদান করা হবে;

আবেদনের যোগ্যতা

*অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে হবে;

*একাডেমিকে ভালো ফল থাকতে হবে;

*নতুন শিক্ষার্থী হতে হবে। স্কলারশিপের আবেদনের সময় শেষ হওয়ার আগে পড়াশোনার জন্য অফার লেটার পেতে হবে;

*পূর্ববর্তী পড়াশোনায় জিপিএ ন্যূনতম ৬ বা তার বেশি পেতে হবে (৭ পয়েন্ট স্কেলে বা সমমানে);

*স্নাতক বা স্নাতকোত্তর কোর্সওয়ার্ক প্রোগ্রামে একাডেমিক এবং ইংরেজি ভাষার যোগ্যতা পূরণ করতে হবে;

*২০২৪, ২০২৫ বা ২০২৬ সাল থেকে একজন পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে;

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com