শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

ঈদ উল ফিতর বিশ্বের নানা দেশে কীভাবে উদযাপিত হচ্ছে

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

বিশ্বের নানা দেশে কোটি কোটি মুসলিম শুক্র ও শনিবার তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করেন। এই ফটো গ্যালারিতে রয়েছে বিভিন্ন দেশে ঈদ উদযাপনের কিছু ছবি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাদ আল হাম্মার ঈদ মুসাল্লা

ছবির উৎস,ALI HAIDER / EPA-EFE

ছবির ক্যাপশান,
পুরো রমজান মাস ধরে রোজার পর উদযাপিত হয় ঈদ উল ফিতর । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাদ আল হাম্মার ঈদ মুসাল্লায় আগত কয়েকজন সূর্যোদয়ের ছবি তুলছেন।

আফগানিস্তানের কাবুলে ঈদের নামাজে আগতরা একে অপরের সাথে কোলাকুলি করছেন।

ছবির উৎস,SAMIULLAH POPAL / EPA-EFE

ছবির ক্যাপশান,
আফগানিস্তানের কাবুলে ঈদের নামাজের পর লোকেরা একে অপরের সাথে কোলাকুলি করছেন।

কাবুলে একটি মসজিদের বাইরে ঈদের জামাত

ছবির উৎস,SAMIULLAH POPAL / EPA-EFE

ছবির ক্যাপশান,
কাবুলে একটি মসজিদের বাইরে ঈদের জামাত

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ঈদের দিন সেলফি তুলছেন একজন ফিলিস্তিনি মহিলা।

ছবির উৎস,JAMAL AWAD / REUTERS

ছবির ক্যাপশান,
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ঈদের দিন সেলফি তুলছেন একজন ফিলিস্তিনি মহিলা।

সার্বিয়ার বেলগ্রেডের কেন্দ্রস্থলে বাইরাক্লি মসজিদে ঈদ উল ফিতরের নামাজ

ছবির উৎস,MARKO DJURICA / REUTERS

ছবির ক্যাপশান,
সার্বিয়ার বেলগ্রেডের কেন্দ্রস্থলে বাইরাক্লি মসজিদে ঈদ উল ফিতরের নামাজ

নাইরোবি কেনিয়া: ঈদ উল ফিতরের নামাজের আগে মুসলিম মহিলারা তাদের হাতে হেনা-র অলংকরণ দেখাচ্ছেন।

ছবির উৎস,MONICAH MWANGI / REUTERS

ছবির ক্যাপশান,
নাইরোবি কেনিয়া: ঈদ উল ফিতরের নামাজের আগে মুসলিম মহিলারা তাদের হাতে হেনা-র অলংকরণ দেখাচ্ছেন।

কেনিয়ার নাইরোবিতে মসজিদ সালাম-এর মাঠে ঈদের নামাজে আগত একজন মহিলা।

ছবির উৎস,MONICAH MWANGI / REUTERS

ছবির ক্যাপশান,
কেনিয়ার নাইরোবিতে মসজিদ সালাম-এর মাঠে ঈদের নামাজে আগত একজন মহিলা।

মিশরের কায়রোতে এল-সেদ্দিক মসজিদের বাইরে নামাজের পর বেলুন ওড়াচ্ছেন আগত লোকেরা

ছবির উৎস,MOHAMED ABD EL GHANY / REUTERS

ছবির ক্যাপশান,
মিশরের কায়রোতে এল-সেদ্দিক মসজিদের বাইরে নামাজের পর বেলুন ওড়াচ্ছেন আগত লোকেরা

অস্ট্রেলিয়ার সিডনি শহরে লাকেম্বা মসজিদে ঈদের জামাত।

ছবির উৎস,FLAVIO BRANCALEONE / EPA-EFE

ছবির ক্যাপশান,
অস্ট্রেলিয়ার সিডনি শহরে লাকেম্বা মসজিদে ঈদের জামাত।

কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত।

ছবির উৎস,IMAD CREIDI / REUTERS

ছবির ক্যাপশান,
কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত।

সুদানে এখন সামরিক বাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, কিন্তু তার মধ্যেই খার্তুমের আল-হারা আল-রাবা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ছবির উৎস,AFP

ছবির ক্যাপশান,
সুদানে এখন সামরিক বাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, কিন্তু তার মধ্যেই খার্তুমের আল-হারা আল-রাবা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাউথ সুদানের জুবা শহরে একটি মসজিদে ঈদের নামাজে আগত কয়েকজন।

ছবির উৎস,SAMIR BOL / REUTERS

ছবির ক্যাপশান,
সাউথ সুদানের জুবা শহরে একটি মসজিদে ঈদের নামাজে আগত কয়েকজন।

আলবেনিয়ার রাজধানী টিরানায় স্কানডারবার্গ স্কোয়ারে ঈদের জামাতে যোগ দেন হাজার হাজার মুসলিম।

ছবির উৎস,FLORION GOGA / REUTERS

ছবির ক্যাপশান,
আলবেনিয়ার রাজধানী টিরানায় স্কানডারবার্গ স্কোয়ারে ঈদের জামাতে যোগ দেন হাজার হাজার মুসলিম।

তুরস্কের ইস্তুাম্বুলে হাইয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের সামনে ঈদের দিনে একটি পরিবার।

ছবির উৎস,ERDEM SAHINE /EPA-EFE/

ছবির ক্যাপশান,
তুরস্কের ইস্তুাম্বুলে হাইয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের সামনে ঈদের দিনে একটি পরিবার।

কিরগিজস্তানের বিশকেকে ঈদ উল ফিতরের জামাত।

ছবির উৎস,IGOR KOVALENKO / EPA-EFE

ছবির ক্যাপশান,
কিরগিজস্তানের বিশকেকে ঈদ উল ফিতরের জামাত।

দক্ষিণ গাজার খান ইউনিসে ঈদ উল ফিতরের জামাতে আগত ফিলিস্তিনিরা

ছবির উৎস,IBRAHEEM ABU MUSTAFA / REUTERS

ছবির ক্যাপশান,
দক্ষিণ গাজার খান ইউনিসে ঈদ উল ফিতরের জামাতে আগত ফিলিস্তিনিরা

বিবিসি বাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com