ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের পর্যটন স্পটগুলো। পরিবার-পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশুকিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের, পদচারণায় স্পটগুলো মুখর।
ঈদে টানা দিনের ছুটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকরা। বন-পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকদের সমাগম।
অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে বরাবরই কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচেপড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে।
রাজশাহীতেও ঈদ আনন্দে মেতেছে সকল বয়সী মানুষ। পুঠিয়া রাজবাড়িসহ তিন তলা হাওয়াখানা ভবনেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের।
ঢাকার আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতেও উচ্ছ্বাস-আনন্দ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়। মেতে উঠেছেন ওয়াটার কিংডমে। চড়ছেন ক্যাবল কার, স্ক্রাই ট্রেনসহ বিভিন্ন রাইডে।
এছাড়া, ঈদ বিনোদন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও।