ছোট হয়ে আসছে পৃথিবী! শুধু পৃথিবীই না; এর সঙ্গে সঙ্গে ছোট হচ্ছে বাড়ী গাড়িসহ প্রায় সব কিছুই। আর এরই ধারাবাহিকতায় বাজারে এলো অটোরিকশার চেয়েও ছোট আকারের ইলেকট্রিক কার। এই গাড়ি এনেছে ফ্রান্সের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিট্রয়েন। মডেল মাই অ্যামি বুগি।
এই ছোট আকারের ইলেকট্রিক গাড়ি যে কেউ সামলাতে পারবে। এর মেইটেনেন্স খরচও কম। লিমিটেড এডিশনে এই গাড়ি বাজারে এসেছে।
বিশ্বের ১০টি দেশে আপাতত এই গাড়ি পাওয়া যাবে। যার মধ্যে অধিকাংশ দেশ ইউরোপের। গাড়ির বৈশিষ্ট্য এবং ডিজাইন বেশ চমকপ্রদ। বর্তমানে গাড়ি বাজারে প্রত্যেকেরই পছন্দ কম্প্যাক্ট গাড়ি। সেই চাহিদার কথা মাথায় রেখেই একদম আল্ট্রা কম্প্যাক্ট ডিজাইনে ইলেকট্রিক গাড়ি হাজির করেছে নির্মাতা প্রতিষ্ঠান।