জলের রুপালি শস্য ইলিশকে পর্যটনের সঙ্গে জুড়ে নতুন প্যাকেজ এর ব্যাবস্থা করল আই আর সি টি সি- ভারতীয় রেল পর্যটনের বিভাগ। ইলিশ সম্পর্কে বাঙালির দুর্বলতা চিরন্তন। ঝমঝম বৃষ্টি পড়লেই বাঙালি ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশের কাঁচা ঝোলের স্বপ্নে বিভোর হয়ে যায়। এই বাঙালির কথা ভেবেই, তাদের টার্গেট করেই রেল একটি পর্যটন প্যাকেজের কথা ভেবেছে যাতে পর্যটকরা ট্রলার এ করে মোহনায় গিয়ে ইলিশ ধরা দেখতে পাবেন।
সকাল-সন্ধ্যা ট্যুর এর এই প্যাকেজ শুরু হবে জুলাই এর শেষ সপ্তাহে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এই ট্যুর এ সকালের ব্রেকফাস্ট, মধ্যাহ্নভোজ ও বৈকালিক চা মিলবে। লাঞ্চে থাকবে তিনটি ইলিশের পদ।